জিওডেটিক ডেটামের প্রকারভেদ (Classification of Geodatic Datum)

Alborigato
জিওডেটিক ডেটামের প্রকারভেদ (Classification of Geodatic Datum)
জিওডেটিক ডেটামের প্রকারভেদ (Classification of Geodatic Datum) Geodatic Datum স্থানীয় বা সমগ্র পৃথিবীর ভৌগোলিক অঞ্চলে পরিবৃত্ত করার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা এয়। যেমন- [i] Global Geodatic Datum, [ii] Local Geodatic Datum. সামগ্রিক জেওডেটিক ডেটাম (Global Geodatic Datum) পৃথিবীর কেন্দ্রের নির্দিষ্ট বিন্দুর ওপর ভিত্তি করে Georeferencing-এর জন্য যে Datum Developed করা হয়েছে সেই সমস্ত Datum-কে Global Geodatic Datum বলা হয়ে থাকে। উদাহরণ- WGS 84 হল Global Geodatic Datum এর উদাহরণ, বর্তমানে GPS প্রযুক্তির ক্ষেত্রে WGS 84 হল পৃথিবীর Standard ellipsoid model (Kalplan, 1996)। আঞ্চলিক জিওডেটিক ডেটাম (Local Geodatic Datum) Local Geodatic Datum Elipsoid-এর ওপর বিশেষের সঙ্গেঙ্গ সামঞ্জস্যপূর্ণ, একে "Area of Validity" হিসেবেও অভিহিত করা হয়। ইহা কোন একটি নির্দিষ্ট দেশ বা পাশাপাশি অবস্থিত দেশগুলিকে Geo-referencing করার। প্রয়োজনে ব্যবহৃত হয়। উদাহরণ- NAD 7 হল একটি Local Geodatic Datum-এর উদাহরণ (Doyle, 1997)। এই Datum-এর উৎপত্তি New England Datum থেকে হয়েছে, যা পূর্ব ও উত্তর-পূর্ব England-এর States-এর Surv…

একটি মন্তব্য পোস্ট করুন