অঞ্চলের বৈশিষ্ট্য (Characteristics of Region)
অঞ্চলের বৈশিষ্ট্য (Characteristics of Region) সামগ্রিক ভাবে প্রতিটি অঞ্চলেরই কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য থাকে, যেগুলিকে বিশেষজ্ঞরা ভৌগোলিক দিক থেকে অঞ্চলের বিশেষ গুণাবলি (Attributes) রূপে আখ্যায়িত করে থাকেন। অঞ্চলের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য এখানে উপস্থাপন করা হল। অবস্থান (Location): অঞ্চল যেহেতু পৃথিবীপৃষ্ঠের সালভাগ বা জলভাগকেন্দ্রিক বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত উপাদানের গুরুত্বপূর্ণ আধার, সেইকারণে অঞ্চল মাত্রই তার একটি নির্দিষ্ট অবস্থান থাকবে। যেমন- প্রাকৃতিক দিক থেকে কোনও ভূমিরূপ (যেমন-পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি), জলাশয় (যেমন-নদী, হ্রদ, সাগর, মহাসাগর, পুকুর বা অন্য কোনও জলাধার), মৃত্তিকাবলয়, স্বাভাবিক উদ্ভিদাঞ্চল কিংবা বিভিন্ন মানবীয় (যেমন-বসতবাড়ি, রাস্তাঘাট, বিদ্যালয়, কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, বাজার এলাকা, রাজনৈতিক পরিমণ্ডল প্রভৃতি) ক্ষেত্রগুলি আঞ্চলিক অবস্থানের নিরিখেই যথার্থ পরিচিতি পায়। এই ধরনের ভৌগোলিক অবস্থান দ্বারা যেকোনো অঞ্চলের বণ্টনগত অবস্থাকে সহজেই অনুধাবন করা যায়। আঞ্চলিক ক্ষেত্রে মূলত দুই ধরনের অবস্থান বিশেষভাবে বিবেচ্য- আপেক্ষিক অবস্থান (Relative location): আপেক্ষিক অবস্থ…