আঞ্চলিক উন্নয়নের তাত্ত্বিক ধারণা এবং মডেলসমূহ আঞ্চলিক উন্নয়নের তাত্ত্বিক ধারণা এবং মডেলসমূহ প্রবৃদ্ধি মের জন্তু (Growth Pole Theory): প্রাথলিক স্তরে অর্থনৈতিক উন্নয়নকে সামনে রেখে পৃথিবীতে যতগুলি তত্ত্বের আবির্ভাব ঘটেছে, তার মধ্যে প্রবৃদি মের তত্ত্বটি আজম। মূলত আনলিক অসাম্যের অবতারণায় তত্ত্বটি বিকশিত হলেও, বর্তমানে, তার মধ্যে প্রবেগমূলক প্রচেখ্য উন্নত এবং উন্নয়নশীল অধিকাংশ দেশের অর্থনৈতিক পরিকাঠামো, সার্বিক উৎপাদনকে ঘিরে মায়ান্তি সংযোগ এবং ভবিষ্যতে সংশ্লিস্ট দেশগুলির সুষম ফিকাশকে বাস্তবসম্মতভাবে তুলে ধরতে যথেষ্ট সহায়ক। অত্যন্ত প্রভাবশালী এই তত্ত্বটি সম্পর্কে 1972 খ্রিস্টাব্দে A.R. Kukulins) উল্লেখ করেন-The grourth pole at present performing the three functions of theoritical concerts, planning instromunt hypothesis for historical studies. তত্ত্বের প্রতিষ্ঠা (Establishment of the Theory): প্রকৃখি মেবু তত্ত্বটিকে পশ্চিমি ইউরোপীয় ঘরানার নগরকেন্দ্রিক অর্থনৈতিক চিন্তাধারার অন্যতম ফসল বলা যায়। এই তত্ত্বের প্রাথমিক ভিত গড়ে উঠেছিল Schumpeter-এর ধারণার মাধ্যমে। তিনি মনে করতেন- "velapmentrs as result of disconti qurbs in a fenamic world তা…