ঋতুকালীন আর্দ্রতার পর্যাপ্ততার ভিত্তিতে জলবায়ুর উপবিভাগ
ঋতুকালীন আর্দ্রতার পর্যাপ্ততার ভিত্তিতে জলবায়ুর উপবিভাগ ধর্মথওয়েট নির্ণীত আর্দ্রতা উপস্থিতির সূচকটি কেবলমাত্র কোনো অঞ্চলের জলবায়ু কতটা আর্দ্র এবং কতটা শুদ্ধ-তার হার পরিমাপ করে। কিন্তু এই সূচকটি ঋতুভেদে আর্দ্রতার হ্রাসবৃদ্ধি পরিমাপ করতে ব্যর্থ। যেমন আর্দ্র জলবায়ু অঞ্চলে যদি শুষ্কমাস থাকে তবে ওই শুষ্ক মাসগুলিতে জলের ঘাটতি কতটুকু হবে ইত্যাদি। শুদ্ধ জ অঞ্চলের ক্ষেত্রেও ওই একইভাবে আর্দ্র মাসের সময়কাল, জলের উদ্বৃত্তের হার ইত্যাদি সংক্রান্ত মাপকাঠি জলবায়ু শ্রেণিবিভাজনে থাকা প্রয়োজন। এই সংক্রান্ত সমস্যা সমাধান কল্পে Thornthwaite আর্দ্রতা প্রদেশগুলিকে ঋতুগত আর্দ্রতার বৈচিত্র্যের ভিত্তিতে চিহ্নিত করার জন্য কতকগুলি চিহ্নের উপস্থাপনা করেন এবং তাদের সন্নিহিত সূচক মানও নির্ধারণ করেন। নীচে একটি সারণির মাধ্যমে বিষয়টি তুলে ধরা হল তাপমান কার্যকারিতা সূচক (Thermal Efficiency Index বা TE সূচক): 1931 সালের তাপমান কার্যক্ষম সূচকের মতো 1948-এ ঘর্নর্থওয়েট উন্নতা ও অধঃক্ষেপণের কার্যকারিতার মধ্যে সম্পর্ক নির্ধারণের জন্য তাপমান কার্যকারিতা সূচক নির্ণয় করেন। এখানে তিনি সম্ভাব্য বাষ্পীয় প্রস্বেদনকে তাপমান কার্য…