ভারতের আঞ্চলিক বৈষম্যে "BIMARU" রাজ্যের ধারণা (The concept of 'BIMARU' state as regional Disparity in India)
Alborigato
ভারতের আঞ্চলিক বৈষম্যে "BIMARU" রাজ্যের ধারণা (The concept of 'BIMARU' state as regional Disparity in India) ভারতের আঞ্চলিক বৈষম্যে "BIMARU" রাজ্যের ধারণা (The concept of 'BIMARU' state as regional Disparity in India) ভারতের আঞ্চলিক তথা রাজ্যভিত্তিক বৈষম্য উপস্থাপনার ক্ষেত্রে বিগত আশির দশকে "BIMARU” রাজ্যের ধারণাটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। এখানে "BIMARU” শব্দটি আসলে বিহার(BI), মধ্য প্রদেশ MA), রাজস্থান(R) এবং উত্তরপ্রদেশ(U)- এই চারটি রাজ্যের কয়েকটি আদ্যাক্ষরের সমন্বয়ী একটি সংক্ষিপ্ত রূপ। হিন্দিতে এই শব্দটি মূলত 'অসুস্থতা'-কে নির্দেশ করে থাকে। প্রসঙ্গত, একটি বিশেষ সময়কালের সংশ্লিষ্ট রাজ্যগুলির আর্থসামাজিক দারিদ্র অবস্থাটিকে উপস্থাপনার জন্য জনসংখ্যাবিদ শ্রী আশিস বোস তাঁর একটি গবেষণামূলক প্রবন্ধে এই শব্দটিকে প্রথম ব্যবহার দ্বারা ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। • বিশেষত্ব (Pecularity) ভারতের অন্তঃরাজ্যভিত্তিক বৈষম্যের নিরিখে বিমাবু রাজ্যগুলির বেশ কয়েকটি বিশেষত্ব রয়েছে, যেমন- • জাতিসংঘের সমীক্ষা, এমনকি বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে যে বিমার রাজ্যগুলির নেতিবাচক কর্মদক্ষতা (Negative performence) ভারতের জিডিপি বৃ…