আঞ্চলিকীকরণের ভিত্তি (The basis of Regionalization)
Alborigato
আঞ্চলিকীকরণের ভিত্তি (The basis of Regionalization)
আঞ্চলিকীকরণের ভিত্তি (The basis of Regionalization) ভূপৃষ্ঠে সমধর্মী বা বিষমধর্মী প্রায় প্রতিটি এলাকাই বিশেষ গুণসম্পন্ন এক একটি কার্যকরী একক হওয়ায়, তাকে কেন্দ্র করেই প্রকৃতিকেন্দ্রিক যাবতীয় ঘটনাবলির উদ্ভব এবং মানবকেন্দ্রিক হয়। এই সমস্ত অঞ্চলকে স্পষ্ট, রূপে উপস্থাপন করতে অধিকাংশ ভৌগোলিকদের যে কয়েকটি সমস্যায় পড়তে হয়, তার মধ্যে অন্যতম হল। অঞ্চলটির সার্বিক আয়তন তথা সীমানাগত পরিব্যাপ্তি সঠিকভাবে নির্ধারণ করা। আসলে, পৃথিবীর বিভিন্ন দৈশিক সীমানাগুলিকে সাধারণভাবে উপলব্ধি করা গেলেও, সমীক্ষার প্রয়োজনে তার নিখুঁত ধারণায় যথেষ্ট ত্রুটি থেকে যায়। সেই কারণেই ভৌগোলিকরা আঞ্চলিকীকরণের প্রচেষ্টায় কয়েকটি বিশেষ নির্ধারকের সাহায্য নিয়ে বিভিন্ন অঞ্চলকে খণ্ডে খন্ডে বিভক্ত এবং তার যথাযথ বিশ্লেষণ করে থাকেন। 1971 খ্রিস্টাব্দে দ্য ব্রিজ (de Blij) এ প্রসঙ্গেঙ্গ যথার্থই বলেছেন-ঐতিহাসিকরা যেমন কাল (Time)-কে খণ্ড খণ্ড করে যুগ (Periods)-এর সমীক্ষা করেন, সেরকম ভৌগোলিকগণও ভূপৃষ্ঠকে অঞ্চলরূপে ভাগ করে থাকেন (Geographers devide the earth's surface into region, and historians fragments time into periods) প্রসঙ্গত উল্লেখ্…