রাস্টার ডেটা মডেলের সুবিধা (Advantages of the Raster Data Model)

Alborigato
রাস্টার ডেটা মডেলের সুবিধা (Advantages of the Raster Data Model)
রাস্টার ডেটা মডেলের সুবিধা (Advantages of the Raster Data Model) Geographical Information System-এর ক্ষেত্রে রাস্টার মডেলের সুবিধাগুলি হল নিম্নরূপ- (i) রাস্টার পদ্ধতিতে তথ্যের গঠন খুব সাধারণ হয়ে থাকে। (ii) রাস্টার ডেটার ক্ষেত্রে তার কোষের অবস্থান অনুসারে কোন ভূ-পৃষ্ঠের বস্তুর বৈশিষ্ট্য যেমন- ভূমির ব্যবহার,মৃত্তিকার ধরণ ইত্যাদি Data মধ্যস্থ Attribute দ্বারা সংরক্ষিত থাকে। (iii) Remote Sensing ব্যবস্থা ও বায়ব ফটোগ্রামিট্রির মাধ্যমে বিভিন্ন ডিজিটাল তথ্য পাওয়া যায়। যেগুলিকে কোন রকম পরিবর্তন না করে সরাসরি ব্যবহার করা যায়। (iv) রাস্টার ডেটা সমন্বিত আউটপুট যন্ত্রে Grid Cell-system খুবই ভালোভাবে প্রদর্শন করা যায়। যেমন-Electrostatic Plotters. পিনন সমন্বিত রাস্টার ম্যাপ যা বস্তুর গাণিতিক সমাধান ও তথ্যের গুণগত বিশ্লেষণ করার ক্ষেত্রে যোগী। এক ডেটা সন্দয়ের পদ্ধতির ফলে তথ্য বিশ্লেষণ করা খুবই সহজসাধ্য হয়ে ওঠে। আমিক বস্তুগুলিকে রাস্টার গঠনে ব্যাখ্যা করতে সুবিধা হয়। ডটা মডেলের অসুবিধা (Disadvantages of the Raster Data Model): প্রাপ্ত তথ্য সন্বয় করার জন্য ভেক্টর তথ্যের থেকে বেশী স্থানের প্রয়োজন হয়। মায়ার তথ্য ব্য…

একটি মন্তব্য পোস্ট করুন