থর্নথওয়েটকৃত জলবায়ুর শ্রেণিবিভাজন, 1957 (Thornthwaite, 1957)

Alborigato
থর্নথওয়েটকৃত জলবায়ুর শ্রেণিবিভাজন, 1957 (Thornthwaite, 1957) 1955 সালের পর পুনরায় 1957 খ্রিস্টাব্দে থর্নথওয়েট এবং মাদার (Thornthwaite and Mather) Publication in Climatology' পত্রিকায় 'Instruction & Tables for computing potential Evapotranspiration and the water Balance' শীর্ষক প্রতিবেদনে বিস্তারিতভাবে সম্ভাব্য বাষ্পীয় প্রস্বেদন ও আর্দ্রতা নির্ণয়ের সূচকগুলিকে আলোচনা করেন এবং অন্যান্য বিভিন্ন সূচকগুলির কিছু অসম্পূর্ণতাকে পরিমার্জনা করে ত্রুটিমুক্ত করার চেষ্টা করেন। এ প্রসঙ্গো এই প্রতিবেদনটিতে থর্নথওয়েট I-E সূচকটির দুটি সহগ ৭ ও-এ মান কোন কোন পরিস্থিতিতে কত হবে তা একটি সারণির মাধ্যমে উল্লেখ করেন। সমালোচনা (Criticism): থর্নথওয়েটের জলবায়ুর শ্রেণিবিভাগটি কোপেনের জলবায়ুর শ্রেণিবিভাগের তুলনায় কম জনপ্রিয়তা পেয়েছে। তাঁর জলবায়ুর শ্রেণিবিভাগের বাস্তবিক ব্যবহার এতটাই কম যে এর গুরুত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে। তাঁর শ্রেণিবিভাগের যে ত্রুটি-বিচ্যুতিগুলি ধরা পড়েছে, সেগুলি হল- 1. জলবায়ুবিদ থর্নথওয়েট পৃথিবীর জলবায়ুর শ্রেণিবিভাগ করেছেন ঠিকই, কিন্তু জলবায়ু অঞ্চলের সংখ্যা অসংখা হওয়ায় প্রতিটি শ…

একটি মন্তব্য পোস্ট করুন