থর্নথওয়েটকৃত জলবায়ুর শ্রেণিবিভাজন, 1931-33 (Thornthwaite's climatic classification, 1931-33)

Alborigato
থর্নথওয়েটকৃত জলবায়ুর শ্রেণিবিভাজন, 1931-33 (Thornthwaite's climatic classification, 1931-33)
থর্নথওয়েটকৃত জলবায়ুর শ্রেণিবিভাজন, 1931-33 (Thornthwaite's climatic classification, 1931-33) থর্নর্থওয়েট 1931 সালে নির্ণীত দুটি সূচকের ভিত্তিতে যে জলবায়ু অঞ্চলের শ্রেণিবিভাজনটি করেন 1933 সালে তা বিশ্ব জলবায়ু মানচিত্রের ওপর উপস্থাপন করেন। থর্নথওয়েট অধঃক্ষেপণ ও বাষ্পীভবনের মাত্রা প্রকাশ করা জন্য দুটি সূচকের অবতারণা করেন (a) অধঃক্ষেপণের কার্যকারিতা সূচক (Precipitation Effectiveness Index) বা P-E সূচক এবা (b) তাপমাত্রার কার্যক্ষম সূচক (Temperature-Efficiency Index) বা T-E সূচক। (a) অধঃক্ষেপণের কার্যকারিতা সূচক: থর্নর্থওয়েটের মতে, স্বাভাবিক উদ্ভিদের বণ্টনের পার্থক্য অনেকাংশেই কোনো নির্দিস্ট জলবায়ুর সীমানাকে নির্দেশ করে। কিন্তু উদ্ভিদের বণ্টনের বৈচিত্র্যকে কখনোই শুধুমাত্র বৃষ্টিপাতের পরিমাণের পার্থক্যের ভিত্তিতে নির্ধারণ করা উচিত নয়। বাষ্পীভবনের হারও স্বাভাবিক উদ্ভিদের বিকাশকে প্রভাবিত করে। কারণ উদ্ভিদ কখনোই সরাসরি বৃষ্টির জল গ্রহণ করতে পারে না। মৃত্তিকা থেকেই সে জল নেয়। আবার, বাষ্পীভবনের হার তাপমাত্রার ওপর সরাসরি নির্ভরশীল। তাই অধঃক্ষেপণের পরিমাণ ও বাষ্পীভবনের হার-এই দুই নিয়ন্ত্রককে ব্য…

একটি মন্তব্য পোস্ট করুন