ভারতের উপজাতি জনগোষ্ঠী(Tribes of India)

Alborigato
ভারতের উপজাতি জনগোষ্ঠী(Tribes of India)
ভারতের উপজাতি জনগোষ্ঠী(Tribes of India) উপজাতি সম্প্রদায়ের মানুষেরাই ভারতীয় ভূখণ্ডের প্রাচীনতম অধিবাসী। এই কারণে তারা আদিবাসী (Adibasis) নামে পরিচিত। ২০১১-এর জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার ৮.৬% উপজাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ভারতে ১৯৫১ থেকে ২০১১-এর মধ্যে উপজাতি জনসংখ্যার তাৎপর্যপূর্ণ বৃদ্ধি ঘটেছে। ১৯৫১ সালে মোট তফসিলি উপজাতি জনসংখ্যা যেখানে ছিল ১.৯১ কোটি বা মোট জনসংখ্যার ৬.২৩%, ২০১১ সালে তা হয় ১০.৪ কোটি যা মোট জনসংখ্যার ৮.৬%। উপজাতি জনসংখ্যার উপরোক্ত বৃদ্ধির কারণগুলি হল-প্রথমত জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি প্রক্রিয়া এবং দ্বিতীয়ত পরবর্তীকালে আরো আরো জনগোষ্ঠীর তফসিলি উপজাতিভুক্ত হওয়া। তবে সরকারী নির্দেশিকা পূরণকারী তফসিলিরাই কেবল ভারতের আদিবাসী জনগোষ্ঠী এই ধারণা ঠিক নয়। এই তালিকার বাইরেও অনেক আদিবাসী জনগোষ্ঠী রয়েছে যারা সরকারী মাপকাঠি বা সমীক্ষার বাইরে রয়ে গেছে। এছাড়াও বৈষম্য দেখা যায় বিভিন্ন রাজো তফসিলি নিবন্ধীকরণে। গোল্ড উপজাতি মধ্যপ্রদেশে তফসিলি তালিকাভুক্ত হলেও উত্তরপ্রদেশে তারা এই তালিকার বাইরে থেকে গেছে। অন্যান্য কিছু আদিবাসীর ক্ষেত্রেও এই বৈষম্য লক্ষ্য করা গেছে। ভারতের প্রধান কয়েকটি উ…

একটি মন্তব্য পোস্ট করুন