পরিব্রাজনের তত্ত্বসমূহ (Theories of Migration)
পরিব্রাজনের তত্ত্বসমূহ (Theories of Migration) বিভিন্ন আর্থসামাজিক, রাজনৈতিক এবং প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পরিব্রাজন ঘটে। প্রত্যেক পরিব্রাজনের ক্ষেত্রেই সুনির্দিষ্ট কারণ থাকে, যেগুলি পরিব্রাজনের তীব্রতা ও স্বায়িত্বকে নিয়ন্ত্রণ করে। পরিব্রাজন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হল- (1) র্যাভেনস্টাইন মডেল (Ravenstein's Model). (2) মহাকর্ষ মডেল (Gravity Model). (3) লির মডেল (Lee's Model), (4) লুই-ফি-রেনিস মডেল (Lewis-Fei-Ranis Model)। ■ (1) ব্যাভেনস্টাইন মডেল (Ravenstein's Model): Ernest George Ravenstein 1885 খ্রিস্টাব্দে পরিগ্রাজন সংক্রান্ত কিছু নিয়মনীতি ব্রিটেনের 'Journal of the Statistical Society'-তে প্রকাশ করেন। তাঁর মতবাদের মূল বিষয়বস্তুগুলি হল (1) পরিব্রাজন দূরত্ব:" even in the case of countries of dispersion which have a population to spare for other countries, there takes place an inflow of migrants across that border which lies furthest away from the great centers of absorption" (1885: 191) র্যাভেনস্টাইনের মতে বেশির ভাগ পরিব্রাজন স্বল্পদূরত্বে সংগঠিত হয়।…