উন্নত দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার (Ropulation Growth Indcudored Countries)

Alborigato
উন্নত দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার (Ropulation Growth Indcudored Countries) ইউরোপ এবং উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত কম। সুইডেন, জার্মানি, ব্রিটেন, U.S.A., কানাডা প্রভৃতি উন্নত দেশগুলি এর অন্যতম উদাহরণ। উন্নত দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার কম হওয়ার কারণগুলি হল- (i) উন্নত দেশগুলিতে জনসাধারণের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে সচেতনতা গড়ে ওঠে। ফলে তারা পরিবার পরিকল্পনায় উৎসাহী হয়। পরিবার পিছু একটির বেশি সন্তান তাদের থাকে না। (ii) এসব উন্নত দেশগুলিতে অধিক বয়সে জনসাধারণ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ফলে স্বাভাবিকভাবেই সন্তানের সংখ্যা কম হয়। (iii) শিক্ষার হার অত্যন্ত বেশি হয়। এমনকি সাক্ষরতার হার 100% পর্যন্ত হয়। ফলে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে ওঠে। সেই কারণেও মেয়েরা একটির বেশি সন্তান ধারণ করেন না। (iv) উন্নত দেশগুলিতে কৃত্রিম উপায়ে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বহুল পরিমাণে চলে আসছে। এজন্যও জনসংখ্যা বৃদ্ধির হার কম হয়। (v) পরিবার পরিকল্পনা কর্মসূচি সফলতা অর্জন করেছে। (vi) আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতায় মানুষও যান্ত্রিক। ক হয়ে পড়েছে। সারাদিন এমনকি সারা সপ্তাহ বর্মন এবং দম…

একটি মন্তব্য পোস্ট করুন