ভারতে বিভিন্ন ধর্ম (Religion in India)
ভারতে বিভিন্ন ধর্ম (Religion in India) ভূমিকা (Introduction): ভারতীয় জনগণের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তার ধর্মগত বিভাজন। ভারতীয় নাগরিকগণের ছিলেন সাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনে ধর্মের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। দেশের বিভিন্নপ্রান্তে বসবাসকারী গস্তিদের ধর্মীয় বৈচিত্র্যের জন্য জীবনযাত্রায় এবং সংস্কৃতিতে পার্থক্য লক্ষ করা যায়। ভারতের প্রধান ধর্মসমূহ (Major Religions of India): ভারতে প্রধানত চারটি ধর্মের প্রাধান্য দেখা যায়। এগুলি হল- (1) হিন্দুধর্ম (Hinduism), (ii) বৌদ্ধ *(Buddhism), (ii) জৈনধর্ম (Jainism) এবং (iv) শিখধর্ম (Sikhism). ▶ হিন্দুধর্ম (Hinduism): ভারতীয় জনগণের সর্বপ্রধান ধর্ম হল হিন্দুধর্ম। হিন্দুধর্মের অধিবাসীদের বসবাস থাকার জন্য ভারতের নাম একদা ছিল হিন্দুস্থান (Hindusthan)। হাজার হাজার বছর আগে কোথায় প্রথম হিন্দুধর্মের প্রচলন ছিল সে নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। তবে বৈদিক যুগের পূর্বভাগ থেকে পূর্ব দ্বিতীয় মিলেনিয়াম পর্যন্ত সময়েই এখানে হিন্দুধর্মের সর্বাধিক প্রসার ঘটেছিল। 2001 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে হিন্দুধর্মের অধিবাসীগণ ভারতের অধিকাংশ রাজ্যে এবং কেন্দ্…