ভারতের অধিক জনসংখ্যার সমস্যা (Problems of overpopulation in India)

Alborigato
ভারতের অধিক জনসংখ্যার সমস্যা (Problems of overpopulation in India) দেশের অর্থনৈতিক অবস্থা সেই দেশের জনসংখ্যার আয়তনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। ভারতের জনসংখ্যা অধিক, জনসংখ্যা বৃদ্ধির হারও অধিক। ফলে দেশের উন্নয়নের হার বাধাপ্রাপ্ত হচ্ছে এবং দেশ অর্থনৈতিক দিক থেকে দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে পারছে না। ভারতের জন্মহার অধিক, মৃত্যুহার ক্রমাগত হ্রাস পাচ্ছে। উচ্চ জন্মহার এবং ক্রমহ্রাসমান মৃত্যুহার ভারতে প্রকৃতপক্ষে জনবিস্ফোরণ (Population explosion) ঘটিয়েছে। জন্মহার কার্যকরীভাবে নিয়ন্ত্রণ করা যায়নি। অন্যদিকে চিকিৎসার সুযোগ-সুবিধা বৃদ্ধির কারণে শিশু মৃত্যু ও প্রসূতি মায়ের মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে। 1. নিম্ন উৎপাদন হার (Low Production rate): ভারতের মতো উন্নয়নশীল দেশের জনসংখ্যা দেখলে দেখা যায়, জন্মহার অধিক হওয়ায় মোট জনসংখ্যা অধিক। আবার মোট জনসংখ্যার মধ্যে শিশু ও কিশোরদের সংখ্যা অধিক। শিশু এবং কিশোরেরা উৎপাদনে যুক্ত থাকতে পারে না। ফলে দেশে মাথাপিছু উৎপাদন এবং মাথাপিছু আয় কম হয়। এর ফলে দেশের আর্থিক উন্নতির হার ব্যাহত হয়। 2. বেকারিত্ব (Unemployment) : ভারতের অধিক জনসংখ্যার কারণে বেকারি একটি মারাত্মক সমস্…

একটি মন্তব্য পোস্ট করুন