জঙ্গল মহলের সমস্যা(Problems of Jungle Mahal)

Alborigato
জঙ্গল মহলের সমস্যা(Problems of Jungle Mahal)
জঙ্গল মহলের সমস্যা(Problems of Jungle Mahal) জঙ্গল মহলের ৪টি জেলাই আদিবাসী জনগন অধ্যুষিত বসতি। বৃটিশ শাসনে যে বঞ্চনার বিরুদ্ধে সিধু-কানহো-বিরশাদের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, তার সুরাহা স্বাধীনতার পরেও দশকের পর দশক অবহেলিত থেকে গেছে। জনপ্রতিনিধিদের রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং আদিবাসীদের সুখ-দুঃখ, অভাব এর সাথে সংযোগ গড়ে তুলতে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। এই অবস্থায় পার্শ্ববর্তী ওড়িশা, অন্ধ্রপ্রদেশ থেকে উৎ এবাদের অনুপ্রবেশে বহু সম্ভাবনাময় যুবসম্প্রদায় ঘর ছেড়ে বেরিয়ে যায় সশস্ত্র পথে অধিকার আদায়ের লড়াই-এ। ফলতঃ বিরোধ বাদে প্রশাসন-এর সঙ্গে উগ্রবাদের এবং মানসিক দূরত্ব বাড়ে আদিবাসী জনগনের একাংশের সাথে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সরকারী দায়িত্বপ্রাপ্তদের সাথে। যুবক-যুবতীদের বিপথগামীতা থামাতে এবং তাদের সমাজের মূলস্রোতে নিয়ে আসার প্রশাসনিক স্তরে বর্তমান প্রচেষ্টায় অনেকটাই সুফল মিলেছে। তবে জঙ্গল মহলে স্থায়ী শান্তি ও সুস্থিতির জন্য যে সকল বিষয়ে গুরুত্ব দিয়ে সমাধান করা জরুরী সেই বিষয়গুলির উপর কিঞ্চিৎ আলোকপাত করা হল:- ১. ভূমিহীনতা: জঙ্গল মহলের অধিকাংশে আদিবাসী ভূমিহীন বা প্রান্তিক কৃষক। কৃষি বা ক…

একটি মন্তব্য পোস্ট করুন