জনসংখ্যা ও সম্পদে ভারসাম্যের সমস্যা (Problem of Balance of Population and Resource):
জনসংখ্যা ও সম্পদে ভারসাম্যের সমস্যা (Problem of Balance of Population and Resource): সম্পদের তুলনায় জনসংখ্যা বৃদ্ধি পেয়ে থাকলে জনসংখ্যা ও সম্পদে ভারসাম্য নষ্ট হয়। বর্ধিত জনসংখ্যার চাপ পড়ে কৃষিজমির ওপর, বাড়ে দারিদ্র ও বেকারত্ব, সমস্যা হয় বাসস্থানের। খাদ্যের যোগানে ঘাটতি পড়ে। 1. ভূমিহীনতার সমস্যাঃ ভারতের ক্ষেত্রে এই সমস্যাটি প্রকট। ভারতের জমির ব্যক্তিগত মালিকানা থাকায় জমির পরিমাণ স্থির থাকলে পরিবারের সদস্যা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনপ্রতি জমির পরিমাণ উত্তরাধিকার সূত্রে হ্রাস পায়। কৃষিজমি হয় খণ্ডিত, ক্ষুদ্রাকৃতি। কৃষিজমির বন্টনে অসাম্য থাকায় ভূমিহীন জনসংখ্যা বাড়তে থাকে। আবার জনসংখ্যা বাড়ার ফলে বহু কৃষিজমি বাস্তুজমিতে পরিবর্তিত হয়। পৌর জনসংখ্যার বৃদ্ধি নগরায়নের বিস্তুর ঘাটায় গ্রামের কৃষি জমির সংকোচন ঘটিয়ে। ফলে কৃষিজমির পরিমাণও কমে। দেশের এক চতুর্থাংশ লোক গ্রামাঞ্চলে বসবাস করে। গ্রামীণ জনসংখ্যা বৃদ্ধির হারও বেশি। ফলে জনসংখ্যা বৃদ্ধি সৃষ্টি করে এক উল্লেখযোগ্য পরিমাণে। ভূমিহীন জনসংখ্যা। কৃষিকার্যের উন্নয়নের সুফল বোঝা যায় না, কারণ হেক্টর পিছু কৃষি উৎপাদন বাড়লেও কৃষি জনসংখ্যা বৃদ্ধির ফলে জনপ্রতি উৎ…