ভাষাভিত্তিক জনসংখ্যার মুখ্য আঞ্চলিক বন্টন (Principal Regional Linguistic Distribution of Population)
Alborigato
ভাষাভিত্তিক জনসংখ্যার মুখ্য আঞ্চলিক বন্টন (Principal Regional Linguistic Distribution of Population)
ভাষাভিত্তিক জনসংখ্যার মুখ্য আঞ্চলিক বন্টন (Principal Regional Linguistic Distribution of Population) নিম্নে বিভিন্ন ভাষাভিত্তিক মুখ্য আঞ্চলিক বণ্টন দেখানো হল- 1. কিরাত গোষ্ঠী বা চীনা-তিব্বতীয় ভাষা (The Sino-Tibetan Languages) : (নেপালী, ভুটিয়া, লেপ্সা, কান্নাউরি (Kannauri), বোড়ো, গাড়ো, নাগা, মনিপুরি, মিকির, মিজো, ত্রিপুরী প্রভৃতি): উত্তর ও উত্ত রপূর্বের সীমান্ত রাজ্যগুলি যেমন- সিকিম, অরুণাচলপ্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অসমের কতকাংশ, জম্মু ও কাশ্মীর ও হিমাচল প্রদেশের কতকাংশ ইত্যাদি। 2. আর্য্য গোষ্ঠী বা ইন্দো-ইউরোপীয় ভাষা (The Aryan Languages): (হিন্দি, কাশ্মিরী, রাজস্থানী, পাঞ্জাবী, সিন্ধি, গুজরাটি, মারাঠি, কঙ্কনী, বাংলা, সংস্কৃত, অহমিয়া, উর্দু, ভোজপুরী প্রভৃতি ভাষা): জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র, গোয়া ও অসমের কতকাংশ ভারতের জনসংখ্যার প্রায় ৩/৪ ভাগ এই ভাষাভাষি। 3. দ্রাবিড় ভাষা (The Dravidian Languages) : (তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালম প্রভৃতি প্রধান ও কুরুখ, গন্ডী প্রভৃতি উপজাতী…