ভারতে জনসংখ্যার গঠন(Population Structure of India)
Alborigato
ভারতে জনসংখ্যার গঠন(Population Structure of India)
ভারতে জনসংখ্যার গঠন(Population Structure of India) ভারতে জনসংখ্যার গঠন নারী-পুরুষ অনুপাতে, বয়সভেদে, গ্রামীন ও পৌর জনসংখ্যাভেদে বিশেষত্ব রাখে। নিম্নে এগুলি পরিসংখ্যা সহ আলোচিত হ'ল: ভারতে নারী-পুরুষ অনুপাতে জনসংখ্যার গঠন (Population Structure by Sex Ratio of Indian Population) ভারতে নারী-পুরুষ অনুপাতে বৈষম্য রয়েছে। ১৯৯১ খ্রীষ্টাব্দে নারী সংখ্যা ছিল ৯২৭ প্রতি হাজার পুরুষে, ২০০১-এ তা বৃদ্ধি হয়ে হয় ৯৩৩ নারী প্রতি হাজার পুরুষে এবং ২০১১ আদমসুমারী অনুযায়ী তা সামান্য বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৪০ নারী প্রতি হাজার পুরুষে। অথচ পূর্বে এরূপ ছিল না। ১৯০১ খ্রীষ্টাব্দের আদমসুমারীতে দেখা যায় নারী সংখ্যা যথেষ্ট বেশি, ৯৭২ নারী প্রতি হাজার পুরুষে। ১৯১১ সাল থেকে নারী সংখ্যা পুরুষ পিছু কমতে থাকলেও ১৯৯১ খ্রীষ্টাব্দে তা হয় সর্ব নিম্ন। রাজ্য গুলির মধ্যে সবচেয়ে কম হরিয়ানায় ৮৭৭ জন নারী প্রতি হাজার পুরুষে এবং সর্বাধিক নারীর সংখ্যা কেরালায় ১০৫৮ জন নারী প্রতি হাজার পুরুষে, নারী প্রতি হাজার পুরুষে। পশ্চিমবঙ্গে ৯৪৭ জন অতি অসামঞ্জস্যপূর্ণ নারী-পুরুষের অনুপাতের কারন হিসাবে বলা যায়, লিঙ্গ পরীক্ষা, ভ্রূণ হত্যা, নারী শিশু ও মায়…