জনসংখ্যার ভারসাম্য রক্ষায় population): কর্মসূচি (Programme to Keep balance of population)

Alborigato
জনসংখ্যার ভারসাম্য রক্ষায় কর্মসূচি (Programme to Keep balance of population) স্বাধীনতার অব্যবহিত পরেই সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেষ্ট হন। তবে তা করা হয় পরোক্ষভাবে। বিভিন্ন পরিকল্পনাকালে সরকার আর্থসামাজিক উন্নয়নের উপর জোর দেন। শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন ঘটলে জনসংখ্যা স্বাভাবিক ভাবেই নিয়ন্ত্রিত হবে বলে মনে করা হয়। কিন্তু তাতে বৃদ্ধির হার হ্রাসের কখনো সম্ভাবনা দেখা যায়নি, চতুর্থ পরিকল্পনাকালে (১৯৬৯-১৯৯৮) সরকার পরিবার পরিকল্পনা (Family Planing) কর্মসূচিকে রূপায়ন-এর উপর বিশেষ জোর দেন। আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি জন্মনিয়ন্ত্রণে উৎসাহ দেওয়ার কথা বলা হয় পরবর্তী পরিকল্পনাগুলিতে। ১৯৭৬ সালে সরকার জাতীয় জনসংখ্যা নীতি (National Population Policy) ঘোষণা করেন।পরিকল্পনাকালে জন্মহার হাজারে ২৫ বা ২৫%-এ নামিয়ে আনতে লক্ষ্যমাত্রা স্থির হয়। ১৯৭৫-৭৭ সালে। দেশে জরুরী অবস্থা (Emergency rule) চলাকালীন জন্মনিয়ন্ত্রণে সরকার অবিচক্ষণতার পরিচয় দেন। বিভিন্ন রাজ্য সরকার গণবন্ধাত্বকরণ (Mass-Sterilization)-এর কর্মসূচি রূপায়নে সচেষ্ট হন। আর্থিক উৎসাহদান এবং পাশাপাশি প্রকল্প সার্থক করার জন্য অত্যুৎসাহের ফলে কোনো কোনো দ…

একটি মন্তব্য পোস্ট করুন