ভারতে জনসংখ্যা নীতি(Population Policy of India)

Alborigato
ভারতে জনসংখ্যা নীতি(Population Policy of India) ভারতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় অর্থনৈতিক প্রগতির সুফল বিশেষ বোঝা যাচ্ছে না। তাই বিশেষ জোর দেওয়া হয়েছে পরিকল্পনা গ্রহণ ও রূপায়নে। ভারতে জনসংখ্যা নীতি: ২০০০-০১ খ্রিস্টাব্দে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়েছে যাতে জন্ম হার কমানো এবং এর মধ্যে দিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে বিদ্যালয় শিক্ষা ১৪ বছর পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক করা, স্কুল ছুটদের সংখ্যা ২০%-এর নীচে কমিয়ে আনা, শিশু মৃত্যুর হার ৩%-এর নিচে নিয়ে আসা এবং মাতৃত্বকালীন মৃত্যুর হার ১%-এর নিচে নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হয়েছে। শিশুদের টিকাকরণ কর্মসূচির উপরে গুরুত্ব দিতে বলা হয়েছে। সন্তানের জন্ম যাতে প্রশিক্ষিত হাতে হয় এবং শতকরা ৮০ ভাগ তা স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে, যাতে শিশু মৃত্যুর হার ও মাতৃত্বকালীন মৃত্যুহার কমে। জন্ম, মৃত্যু এবং বিবাহ শতকরা ১০০ ভাগ রেজিস্টিভুক্ত করার লক্ষ্য স্থির হয়েছে। ছোটো পরিবার বা ফ্যামিলি প্ল্যানিং-এর লক্ষ্যে কাজ করতে বলা হয়েছে। পরিবার কল্যাণ কর্মসূচিতে জোর দিতে বলা হয়েছে। শিশু কল্যাণ এবং শিশু ও মায়ের…

একটি মন্তব্য পোস্ট করুন