জনসংখ্যা বিষয়ক তথ্য (Population Information):
জনসংখ্যা বিষয়ক তথ্য (Population Information): ভারতে পৃথিবীর মোট স্থলভাগের মাত্র ২.৪ শতাংশ এলাকা রয়েছে, কিন্তু পৃথিবীর সমগ্র জনসংখ্যার ১৬.৭ শতাংশ লোক বাস করেন ভারতে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ভারতবর্ষ যার সমগ্র লোকসংখ্যা ২০০১-এর আদমসুমারী অনুযায়ী ১০২.৭ কোটি। এর মধ্যে পুরুষ ৫৩.১ কোটি ও নারী সংখ্যা ৪৯.৬ কোটি। এটি অনুমিত যে ভারতের জনসংখ্যা ২০৫০ সালের মধ্যেই চিনের জনসংখ্যাকে (বর্তমান যা প্রায় ১২৭ কোটি) অতিক্রম করবে। কেননা চিনে জনসংখ্যা বৃদ্ধির হার এখনই প্রায় ১ শতাংশ। কিন্তু ভারতে প্রায় ২ শতাংশ বৃদ্ধির হার। দেশের ৩৫টি শহরের জনসংখ্যা ১০ লক্ষ অতিক্রম করেছে যাদের মোট জনসংখ্যা ১৭.৭৯ কোটি। পৌরজনসংখ্যার এক উল্লেখযোগ্য অংশে বাস করে বস্তি অঞ্চলে যা মোট পৌরজনসংখ্যার ২২.৫৮ শতাংশ। এই বস্তি অঞ্চলে জীবনযাত্রার মান খুব নিম্ন এবং নাগরিক সুখ-সুবিধাও এখানে সাধারণত নিম্নমানের। উল্লেখ্য, ১৯৮১-১৯৯১ এই দশ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়েছে ০.০৮ শতাংশ এবং ১৯৯১-২০০১ সালে তা আরো ০.২১ শতাংশ হ্রাস পেয়ে বর্তমানে ২ শতাংশ-এর নীচে এসেছে। জনসংখ্যা বৃদ্ধির হার আরো হ্রাস পাবে। এর ফলে দেশে জনপ্রতি আয়, সামগ্রিক শিক…