ধর্মভিত্তিক জনসংখ্যা(Population by Religion)

Alborigato
ধর্মভিত্তিক জনসংখ্যা(Population by Religion)
ধর্মভিত্তিক জনসংখ্যা(Population by Religion) ধর্মভিত্তিক জনসংখ্যা শ্রেণীবিভাগটি তে দেখা যায় ভারতের জনসংখ্যার ৭৯.৮০% হিন্দু (২০১১)। ১৯৪৭খ্রিস্টাব্দে ধর্মের ভিত্তিতে দেশ বিভাজন হয়। তবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতে মুসলমান জনসংখ্যার স্থান দ্বিতীয় ১৪.২৩%। উল্লেখযোগ্য সংখ্যায় আছেন খ্রীষ্টান (২.৩%), শিখ (১.৭২%), বৌদ্ধ (০.৭%), এবং জৈন (০.৪%)। এছাড়াও রয়েছেন অন্যান্য ধর্মাবলম্বী কম বেশি জনসংখ্যা  মুসলিমঃ ২০০১ সেন্সাস অনুযায়ী ভারতীয় মুসলমান জনসংখ্যা ১৩.৮২ কোটি। জম্মু ও কাশ্মীর এবং লাক্ষাদ্বীপের অধিকাংশ জনসংখ্যাই মুসলিম। এছাড়া অন্যতম প্রধান ধর্মাবলম্বী হিসেবে রয়েছেন আসামে ৩০.৯ %, পশ্চিমবঙ্গে ২৫.২%, কেরালায় ২৪.৭%, উত্তরপ্রদেশে ১৮.৫% ও বিহারে ১৬.৫%। এছাড়া ভারতবর্ষে অন্যান্য সব রাজ্যেই কম-বেশি মুসলমান জনসংখ্যা ছড়িয়ে রয়েছে। খ্রিস্টান: খ্রিস্টান জনসংখ্যা ২০০১ এর সেন্সাস অনুযায়ী ভারতবর্ষে ২.৪১ কোটি। ভারতের খ্রিস্টান অধ্যুষিত রাজ্যগুলির মধ্যে রয়েছে নাগাল্যান্ড, মেঘালয় ও মিজোরামের অধিকাংশ জনসংখ্যা। এছাড়া অন্যতম প্রধান জনবসতি হিসেবে রয়েছে মনিপুর ৩৪%, গোয়া ২৬.৭%, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ২১.৭%, কেরালা ১৯%,…

একটি মন্তব্য পোস্ট করুন