ইসলাম ধর্মের উৎপত্তি ও বিকাশ (Origin and spread of Islam)

Alborigato
ইসলাম ধর্মের উৎপত্তি ও বিকাশ (Origin and spread of Islam)
ইসলাম ধর্মের উৎপত্তি ও বিকাশ (Origin and spread of Islam) বর্তমান পৃথিবীতে 600 মিলিয়ন বা তার কিছু বেশি লোক ইসলাম ধর্মের অনুরাগী। উত্তর আফ্রিকা থেকে মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ইসলাম ধর্মের প্রসার ঘটেছে। এই বলয়ের মধ্যে আফ্রিকার মরক্কো থেকে এশিয়ার পাকিস্তান পর্যন্ত দেশগুলিতে ইসলাম ধর্ম দেখা যায়। বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াতেও অধিকাংশ মানুষ ইসলাম সম্প্রদায়ের অন্তর্গত। A.D. 622-তে হজরত মহম্মদ তাঁর প্রথম অনুগামীকে নিয়ে মক্কা থেকে মদিনা যাত্রা করেন। এই সময় থেকে ইসলামিক ক্যালেন্ডার (Hegira) বলে। ইসলাম ধর্ম আদমকে পৃথিবীর প্রথম মানুষ বলে মনে করে। আব্রাহাম ছিল তাঁর বংশধর। আব্রাহামের সঙ্গে সারার বিবাহ হয়েছিল। সারার কোনো সন্তান না থাকায় হাগারের সঙ্গে আব্রাহামের পুনরায় বিবাহ হয়েছিল। ইসমাইল নামে হাগারের এক সন্তান ছিল, পরে সারার গর্তে ইসাক (Isaac) নামে পুত্র সন্তান জন্মায়। এবার সারার প্রবল চাপে আব্রাহাম ইসমাইল ও হাগারকে নির্বাসন দিয়েছিলেন। ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় তাঁদের ধর্মের উৎপত্তি ইসাকের মাধ্যমে এসেছে বলে মনে করেন। মুসলিমরা মনে করেন তাঁদের ধর্ম ইসমাইলের মাধ্যমে এসেছে। ইসমাইল ও হাগার মক্কায় চলে…

একটি মন্তব্য পোস্ট করুন