নদীয়া জেলা(Nadia District)
নদীয়া জেলা(Nadia District) নদীয়া জেলার ভৌগোলিক অবস্থান- নদীয়া জেলা ২২°৫৩′ উত্তর থেকে ২৪°১১′ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৯′ পূর্ব থেকে ৮৮°৪৮′ পূর্ব দ্রাঘিমার মধ্যে বিস্তৃত। জেলার মোট ভৌগোলিক আয়তন ৩,৯২৭ বর্গ কিলোমিটার। এই জেলাটি ৪টি মহকুমায় বিভক্ত- তেহট্ট মহকুমা, কৃষ্ণনগর মহকুমা, রানাঘাট মহকুমা এবং কল্যাণী মহকুমা। নদীয়া জেলায় ১৮৭টি গ্রাম পঞ্চায়েত, ১৭টি পঞ্চায়েত সমিতি এবং ২,১৪২টি গ্রাম। সংসদ রয়েছে। কৃষ্ণনগর জেলা সদর। ভূ-প্রকৃতিঃ ভাগীরথীর পূর্বদিকে বাগ্নি মূলত নবীন পলি দ্বারা গঠিত, হালকা গঠন এবং মৃত্তিকা সামান্য অম্ল ধর্মী থেকে নিরপেক্ষ হওয়ায় চাষ আবাদ ভাল হয়। ভাগীরথী-জলঙ্গীর প্রবাহ বরাবর স্বাভাবিক বাঁধ গঠিত হয়েছে। অসংখ্য খাল, বিল ও জলাভূমি এই স্বাভাবিক বাঁধ সংলগ্ন রয়েছে। ভূমিভাগের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বাধিক ১৫ মিটার এবং স্বাভাবিক বাঁধ ও নদী তীরবর্তী উচ্চভূমির উচ্চতা ২০ মিটারের বেশি নয়। নদীর আঁকাবাঁকা গতিপথ অনেক অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি করেছে, বিশেষত, নাকাশিপাড়া, কালিগঞ্জ ইত্যাদি অঞ্চলে। চাপরাবিল, কুটিরবিল, বাঘেরবিল, গুরগুরিয়া খ াল ইত্যাদি উল্লেখযোগ্য। অশ্বক্ষুরাকৃতি হ্রদ বর্ষাকালে প্লাবি…