ভারতের ভাষা অঞ্চল (Linguistic Regions of India)
ভারতের ভাষা অঞ্চল (Linguistic Regions of India) ভারতে ব্রিটিশদের শাসনকাল থেকে ভাষাভিত্তিক সার্ভে শুরু হয়েছিল। 1903-1928 খ্রিস্টাব্দের মধ্যে যে ভাষাভিত্তিক সমীক্ষা করা হয় তখন 179টি ভাষা এবং 544টি উপভাষা ভারতে প্রচলিত ছিল। 1961 খ্রিস্টাব্দের আদমশুমারি থেকে ভাষাভিত্তিক প্রচুর পরিসংখ্যান পাওয়া যায়। এই সময় সমগ্র ভারতে 187টি ভাষার প্রচলন ছিল। 10 হাজারেরও কম লোক 94টি ভাষা ব্যবহার করতেন। দেশের 77% লোক 23টি ভাষায় কথা বলতেন। ভারতীয় সংবিধানের অষ্টম অনুচ্ছেদে 1৪টি ভাষার উল্লেখ করা হয়। এগুলি হল- কাশ্মীরি, পাঞ্জাবি, হিন্দি, উর্দু, বাংলা, অসমীয়, গুজরাটি, মারাঠি, কানাড়া, তামিল, তেলুগু, মালয়ালম, সিন্ধি, সংস্কৃত, ওডিয়া, নেপালি, কোঙ্কনি এবং মণিপুরি। স্বাধীনতা লাভের পর ভারতে রাজ্য গঠনের অন্যতম ভিত্তি ছিল ভাষা। বর্তমানকালে ভারতে যে সব রাজ্য গড়ে উঠেছে সেগুলি গঠনের প্রধান ভিত্তি ছিল ভাষা এবং ভাষার বিস্তারের ধাঁচ। বর্তমানে ভারতে 12টি প্রচলিত ভাষাতেই মানুষজন বেশি কথা বলেন। ভাষা ভিত্তিক অঞ্চল এবং প্রচলিত রাজ্যকে অথবা কেন্দ্রশাসিত অঞ্চলকে নীচের সারণিতে দেখানো হল- বিভিন্ন ভাষার গুরুত্ব সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে …