ইন্দো-ইরানীয় ভাষাসমূহ (Indo-Iranian Languages)

Alborigato
ইন্দো-ইরানীয় ভাষাসমূহ (Indo-Iranian Languages) প্রাচীন ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে ইন্দো-ইরানীয় ভাষার উদ্ভব ঘটেছে। এই ভাষাভাষীর মানুষজন খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে ভারতে চলে আসেন। ফলে তখন থেকেই ভারতে এই ভাষার প্রচলন ঘটেছিল আমাদের দেশে যেসব অনার্য (প্রধানত দ্রাবিড় সম্প্রদায়) বসবাস করেন তাঁরা এই ভাষা সবচেয়ে বেশি ব্যবহদ করেন। ভারত ও পাকিস্তানের ভাষাগুলি ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীভুক্ত। এই ভাষা ইন্ডিক এবং ইরানী উপগোষ্ঠীতে বিভন্ত। ভারতেই এই ভাষার প্রচলন খুব বেশি দেখা যায়। বর্তমানে পাকিস্তান, নেপাল এমনটি বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ভাষাতেই কথা বলে থাকেন। উর্দু, হিন্দি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাতি ওডিয়া এই ভাষাগুলি ইন্দো-ইউরোপীয় পরিবার থেকেই এসেছে। আফগানিস্তানের মানুষের ভাষা হল পারি এবং ইরানের অধিবাসীদের ভাষা হল ইরানী। ইরানী উপগোষ্ঠীর মধ্যে পাশতো, বালুচি, তাদজিক, কুরদি প্রভৃতি ভাষার প্রচলন আছে। ■ আর্মেনীয়, গ্রিক, আলবেনীয় ভাষা: আর্মেনীয়ার অধিবাসীগণ আর্মেনীয় ভাষা, গ্রীস দেশের অধিবাসী গ্রিক ভাষা, গ্রীক এবং আলবেনীয়ার কিছু লোকজন আলবেনীয় ভাষার ব্যবহার করেন। গ্রীস যখন সর বিশ্বে একসময় প্রভুত্ব দেখিয়েছিল সেই সময়…

একটি মন্তব্য পোস্ট করুন