ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার (Growth Rate of Indian Population)
Alborigato
ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার (Growth Rate of Indian Population)
ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার (Growth Rate of Indian Population) ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে ২০১১ সেন্সাস অনুযায়ী ১.৭৬ শতাংশ প্রতি বছরে। জনসংখ ।। বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল ১৯৭১ খ্রিস্টাব্দে ২.২%। ১৯৮১ সালেও এই হার স্থির ছিল অর্থাৎ ২.২%। ১৯৯১ থেকে বৃদ্ধির হার কমতে থাকে। ১৯৯১ এ ২.০% থেকে কমে ২০০১ এ ১.৭৭ শতাংশ হয় এবং ২০১১-এ তা দাঁড়ায় ১.৭৬ শতাংশে। পরিবার পরিকল্পনা সম্পর্কে প্রচার এবং উৎসাহ দান, পরিবার পরিকল্পনা কর্মসূচি সারাদেশে যাতে হসপিটালগুলির মাধ্যমে এবং গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রগুলির মাধ্যমে রূপায়িত হয় সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হয়েছে এবং জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে নিম্নগামী। ভারতে জন্মহার, মৃত্যুহার এবং স্বাভাবিক বৃদ্ধির হার ভারতে জনসংখ্যা বৃদ্ধিঃ ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার যথেষ্ট বেশি। ২০০১ খ্রিস্টাব্দে ভারতের জনসংখ্যা ছিল ১০২-৭ কোটি। ২০১১ খ্রিস্টাব্দে এটি বার্ষিক প্রায় ১-৭৬% হারে বৃদ্ধি পেয়ে হয়েছে ১২১-০২ কোটি জনসংখ্যা। এই হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে অচীরেই ভারতের জনসংখ্যা চিনের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে এবং বিশ্বের সর্বাধিক জনবহুল দেশে পরিণত হবে। ভারতে জনসংখ্যা বৃদ্ধি…