ভারতের ভৌগোলিক অঞ্চল(Geographical Regions)

Alborigato
ভারতের ভৌগোলিক অঞ্চল(Geographical Regions) অঞ্চল সম্পর্কে ধারণা (Concept of Region) অঞ্চল ও আঞ্চলিকীকরণ: ভৌগোলিক এবং প্রাকৃতিক উভয় প্রকার হইতে পারে। প্রাকৃতিক অঞ্চল নির্ণয়ে কেবল প্রাকৃতিক বিষয়সমূহেরই সমতা লক্ষ্য করা হয়, ভৌগোলিক আঞ্চলিকীকরণে নির্ণয়ে প্রাকৃতিক ও আর্থ-সামাজিক উভয় নিয়ন্ত্রকগুলি বিবেচিত হয়। অধ্যাপক হার্বার্টসন প্রাকৃতিক অঞ্চল নির্ণয়ে ভূ-প্রকৃতি, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সমতার উপর গুরুত্ব দিয়েছেন। ভৌগোলিক অঞ্চল নির্ণয়ে প্রাকৃতিক বিষয়সমূহের সমতা যেমন লক্ষণীয়, তেমনি সমপ্রাকৃতিক পরিবেশে আর্থসামাজিক বৈশিষ্ট্যসমূহের সমতা আছে এরূপ অঞ্চলসমূহকে একই ভৌগোলিক অঞ্চলভুক্ত করা হয়। অর্থাৎ ভৌগোলিক অঞ্চল নির্ণয়ে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সম্পর্ক নির্ধারণ করা হয় এবং সমবৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলগুলিকে একই ভৌগোলিক অঞ্চলভুক্ত করা হয়। সংজ্ঞা (Definition): ভৌগোলিক অঞ্চলের সংজ্ঞা দিতে গিয়ে বলা যায়, যে সকল অঞ্চলের ভূ-প্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, উদ্ভিদ ও প্রাণীকুল এবং মানুষের জীবনযাপন প্রণালী প্রায় অনুরূপ সেই সকল অঞ্চল নিয়েই গড়ে ওঠে একটি ভৌগোলিক অঞ্চল। প্রয়োজনীয়তা (Nec…

একটি মন্তব্য পোস্ট করুন