ভারতের ভৌগোলিক অঞ্চল(Geographical Regions of India)

Alborigato
ভারতের ভৌগোলিক অঞ্চল(Geographical Regions of India)
ভারতের ভৌগোলিক অঞ্চল(Geographical Regions of India) ভারতের মতো সুবিশাল দেশে ভূ-প্রকৃতি, জলবায়ুর বৈচিত্র্য এত অধিক এবং আর্থ-সামাজিক জীবনযাত্রাও এত বৈচিত্র্যপূর্ণ যে, ভৌগোলিক অঞ্চলে সমগ্র দেশকে ভাগ করা সহজসাধ্য নয়। স্ট্যাম্প (L.D. Stamp), স্পেট (C. H. K. Spate), বেকার (Baker), কাজী আহমেদ প্রমুখ ভূগোলবিদ ভারতকে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে ভাগ করেন। তবে পরবর্তীকালে এইগুলিও সমালোচিত হয়েছে। একই প্রকার জলবায়ু অঞ্চলে ভূ-প্রকৃতিরও ভিন্নতা পরিলক্ষিত হয়। উত্তর ভারতের বিশাল সমভূমিকে একটি ভূ-প্রাকৃতিক অঞ্চলভুক্ত করা গেলেও পশ্চিমে জলবায়ুর শুদ্ধতায় থর মরুভূমি এবং পূর্বদিকে পর্যাপ্ত বৃষ্টিপাতে গাঙ্গেয় সমভূমি সৃষ্ট হয়েছে। দুইটি অঞ্চলে প্রাকৃতিক পরিবেশসহ অর্থনৈতিক ও সামাজিক কার্যকলাপেও ভিন্নতা রয়েছে। ভারতের ভূ-প্রাকৃতিক অঞ্চল (R. L. Singh অনুসারে)(Physiographic Regions of India according to R. L. Singh) R. L. Singh প্রখ্যাত ভৌগোলিক, যিনি স্তরায়নতত্ত্ব, ভূ-গাঠনিক তত্ত্ব এবং ভূমিরূপ ও ক্ষয়প্রক্রিয়ার উপর নির্ভর করে ভারতকে প্রাথমিকভাবে ৪টি ভূ প্রাকৃতিক অঞ্চলে ভাগ করেছেন ১. উত্তরের পার্বত্য অঞ্চল ২. বিশাল সমভূমি…

একটি মন্তব্য পোস্ট করুন