ভারতীয় নগরের কার্যভিত্তিক শ্রেণিবিভাগ(Functional Classification of Indian Cities):

Alborigato
ভারতীয় নগরের কার্যভিত্তিক শ্রেণিবিভাগ(Functional Classification of Indian Cities):
ভারতীয় নগরের কার্যভিত্তিক শ্রেণিবিভাগ(Functional Classification of Indian Cities): শহরের শ্রেণিবিভাগের বিভিন্ন পদ্ধতি কিংবা ভিত্তিগুলি প্রধানত আমেরিকার শহরের শ্রেণিবিভাগকে সরণ করে পৃথিবীর অন্যান্য দেশে তার ব্যাবহারিক প্রয়োগ ঘটেছে। ভারতীয় শহরগুলির ক্ষেত্রেও এর ক্রিম হয়নি। ভারতীয় সমাজবিজ্ঞানীগণ, পরিকল্পনা কমিশনের সদস্যগণ এবং অর্থনীতিবিদগণ ভারতীয় রের কার্যভিত্তিক শ্রেণিবিভাগ করেছেন। • অশোক মিত্রর শ্রেণিবিভাগ: 1964খ্রিঃ অশোক মিত্র ভারতীয় শহরগুলিকে নির্দিষ্ট কয়েকটি শ্রেণিতে ভক্ত করেছেন। তাঁর শ্রেণিবিভাগ 1973 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1961 খ্রিস্টাব্দের 'Census data'-র পর ভিত্তি করে তিনি এই কাজ সম্পন্ন করেছিলেন। 1981 খ্রিস্টাব্দে তিনি আবার বিশদভাবে এবং নতুন জুদৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে ভারতীয় শহরগুলিকে বিভিন্ন শ্রেণির অন্তর্ভুক্ত করেন। তাঁর দ্বিতীয় শ্রেণিবিভাগের ইতি ছিলেন 1961 এবং 1971 খ্রিস্টাব্দের 'Census data'-র ব্যবহার। • 1964 খ্রিঃ শ্রেণিবিভাগ: ভারতের Census Commission-এর Registrar General হিসেবে 64 খ্রিস্টাব্দে অশোক মিত্র বিভিন্ন কার্যাবলির ওপর নির্ভর করে ভারতীয় শহরগুলির…

একটি মন্তব্য পোস্ট করুন