ভারতীয় জনগণের জাতিগত গঠন (Ethnic composition of India)

Alborigato
ভারতীয় জনগণের জাতিগত গঠন (Ethnic composition of India) ভারতীয় জনগণের জাতিগত শ্রেণিবিভাগের অন্যতম কারিগর হলেন স্যার রবার্ট রিজলে। তিনি 1901 খ্রিস্টাব্দে ভারতীয় জনগণনার সময় মানুষের বহিরাকৃতিগত এবং পরিমাপযোগ্য কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে ভারতীয় জনগণের ওপর সমীক্ষা করে ভারতীয় জনগণকে সাতটি জাতি গোষ্ঠীতে বিভক্ত করেন। পরবর্তীকালে ড. বিরাজশঙ্কর গৃহ (B. S. Gula) ভারতীয় জনগণকে জাতিগত গোষ্ঠীতে ভাগ করেন। এই দুই জন সমাজবিজ্ঞানীর শ্রেণিবিভাগই অধিক প্রচলিত আছে। রিজলের শ্রেণিবিভাগ (Classification according to Risley): বিজলে জাতিগত বৈশিষ্টের ওপর নির্ভর করে ভারতীয় জনগণকে সাতটি জাতি গোষ্ঠীতে বিভত্ব করেছ। (i) ইন্দো-এরিয়ানস (ভারতীয় আর্য) [Indo-Aryans]: এই গোষ্ঠীর অন্তর্গত মানুষ সুন্দর স্বত গাঢ় চোখের রঙ এবং পর্যাপ্ত শশ্মশ্রু বিশিষ্ট। এদের মস্তকাকৃতি দীর্ঘ (মস্তকাকে 72.4-74.4 cm), না সরু থেকে মাঝারি (নাসিকাংক 66.9-75.2 cm) ধরনের হয়। এদের উচ্চতা খুব বেশি (165.8 cm-11 cm) হয়। এমনকি এরা সকল গোষ্ঠীর চেয়ে লম্বাটে ধরনের।অদেরকে আর্য ঔপনিবেশিকদের প্রতিনিধি হিসেবে ধরা হয়। রাজপুতানা, পাক্কার এবং কাশ্মীরের রাজল ক্ষত্রী এবং জ…

একটি মন্তব্য পোস্ট করুন