জাতি, বর্ণ, ধর্ম, ভাষা ও জনজাতি ভেদে জনসংখ্যার বণ্টন (Distribution of Population by Race, Caste, Religion, Language, Tribe)
Alborigato
জাতি, বর্ণ, ধর্ম, ভাষা ও জনজাতি ভেদে জনসংখ্যার বণ্টন (Distribution of Population by Race, Caste, Religion, Language, Tribe)
জাতি, বর্ণ, ধর্ম, ভাষা ও জনজাতি ভেদে জনসংখ্যার বণ্টন (Distribution of Population by Race, Caste, Religion, Language, Tribe) ভারতের জনসাধারণের জাতিগত বৈচিত্র্য (Racial Composition of Population) ভারতবর্ষ পৃথিবীর বিভিন্ন অংশের জাতি গোষ্ঠীভুক্ত মানুষের মিলনস্থল। পৃথিবীর প্রায় সকল নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ কোন সুদূর অতীতে ভারতবর্ষে এসেছে তার সঠিক হিসাব পাওয়া যায় না। আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, এশিয়ার প্রতিবেশী ও দূরবর্তী অঞ্চল থেকে আগত জনগোষ্ঠী সমৃদ্ধ করেছে এই দেশের নৃতাত্ত্বিক বৈচিত্র্যকে । ▶ (১) নেগ্রিটো গোষ্ঠী (The Negritos) : ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী বলে নেগ্রিটোদের মনে করা হয়। ড. হাটন, ড. গুহ প্রমুখ নৃবিজ্ঞানী এই মত পোষণ করেন। তবে সব নৃবিজ্ঞানীই এ বিষয়ে একমত নন। ড. এম. কে. চ্যাটার্জী, ড. কাত্রে প্রমুখ মনে করেন যে এই গোষ্ঠীর মানুষরা আফ্রিকা থেকে এ দেশে এসেছিল। নেগ্রিটোদের দৈহিক লক্ষণ বিশেষত কেশ-এর বৈশিষ্ট্যের মিল লক্ষ্য করে দক্ষিণ ভারতের কাদার, পুল্যায়ান, উরালি, আন্দামান দ্বীপপুঞ্জের আদিবাসীগণ, পূর্বভারতে বিহারের রাজমহল পাহাড়ী অঞ্চলে বাগি, উত্তর-পূর্ব পাহাড়ী রাজ্য নাগাল্যান্ডের অহমী নাগাদ…