ভারতে কার্পাস বয়ন শিল্প(Cotton Textile Industry of India)
Alborigato
ভারতে কার্পাস বয়ন শিল্প(Cotton Textile Industry of India)
ভারতে কার্পাস বয়ন শিল্প(Cotton Textile Industry of India) উন্নতির ইতিহাস: কার্পাস বয়ন শিল্পের বিকেন্দ্রীকরণ: ভারতে কয়েকটি পর্যায়ে কার্পাস বয়ন শিল্পের একদেশতা ও বিকেন্দ্রীকরণ ঘটে। প্রথম পর্যায়ে মুম্বাই ও আমেদাবাদে কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের কাঁচা তুলা, উন্নত পরিবহন, সুলভ শ্রমিক, মূলধন ও শক্তি সম্পদের সুবিধা এবং স্থানীয় শিল্পোদ্যোক্তাদের আগ্রহে বস্ত্রশিল্প গড়ে ওঠে এবং এই শিল্পের একদেশীভবন ঘটে। দ্বিতীয় পর্যায়ে পরিবহন ব্যবস্থার সম্প্রসারণে, দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পোন্নয়নের তাগিদে, সুলভ শ্রমিকের সাহায্যে, স্থানীয় বাজারের আকর্ষণে বাজারভিত্তিক একদেশতা পরিলক্ষিত হয় তাই মহারাষ্ট্র ও গুজরাটের অন্যত্র এবং ভারতের পূর্বাঞ্চলে ও উত্তরাঞ্চলে বিশেষত কলকাতা, কানপুর, দিল্লি প্রভৃতি স্থানে কার্পাস শিল্প গড়ে ওঠে। তৃতীয় পর্যায়ে আবার কাঁচামালের সন্নিকটে একদেশতার প্রবণতা দেখা যায়। এই সময়ে দক্ষিণ ভারতে তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যে হস্ত ও শক্তিচালিত তাঁত গড়ে ওঠে। এইসব অঞ্চলে সুতার যোগান দিতে প্রচুর সুতাকল গড়ে ওঠে। পাশাপাশি মিলবন্ত কলও স্থাপিত হয়।। ভারতের কার্পাস বস্তু শিল্পের ইতিহাস অতি প্রাচ…