বি. এস. গৃহ কৃত ভারতের জাতিগত শ্রেণীবিভাগ (Classification of Indian Races after B. S. Guha)

Alborigato
বি. এস. গৃহ কৃত ভারতের জাতিগত শ্রেণীবিভাগ (Classification of Indian Races after B. S. Guha) ড. বি. এস. গৃহ ছিলেন ভারতের নৃতাত্ত্বিক সর্বেক্ষণ বিভাগের অধিকর্তা। তিনি ১৯৩১ সালে সেন্সাস অপারেশন-এর উপর নির্ভর করে ভারতের জাতিগত শ্রেণীবিভাগ করেন। এটি একটি নির্ভরযোগ্য শ্রেনীবিভাগ হিসেবে গন্য হয়েছে। তিনি ভারতবর্ষের ৬টি জাতিগত শ্রেনীবিভাগ করেন। ১. নেগ্রিটো (Negritoes): সম্ভবত ভারতবর্ষের প্রাচীনতম অভিবাসী নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী হলেন নেগ্রিটোগণ। ক্ষুদ্রাকৃতি গড়ন, কোঁকড়ানো চুল, কৃয় গাত্রবর্ণ, উচু চোয়াল নেগ্রিটোদের দেহসৌষ্ঠবের বৈশিষ্ট। ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জারোয়া, ওলো, সেন্টিনেলিস প্রভৃতি জনজাতি, দাক্ষিনাত্যের কাদার, কানিক্কার, পানিয়ান, পুলিয়ান প্রভৃতি উপজাতি গোষ্ঠী এই শ্রেণীভুক্ত। এদের দেহসৌষ্ঠবের সঙ্গে মালয়েশিয়ার সেমাং ও সাকাইদের সঙ্গে মিল থাকায় মনে করা হয় মালয় উপদ্বীপ থেকে অতীতে এদের আগমন ঘটেছে। ২. প্রোটো-অস্ট্রেলয়েড (Proto-Australoid): নেগ্রিটোদের পরে ভারতবর্ষে সম্ভবত অস্ট্রেলিয়া থেকে এরা এসে এখানে বসতি স্থাপন করেন। মধ্য ভারতের উচ্চভূমি ও ছোটোনাগপুর মালভূমির বিভিন্ন উপজাতি যেমন ভিল,…

একটি মন্তব্য পোস্ট করুন