ভারতীয় ভাষার শ্রেণিবিভাগ (Classification of Indian Languages)

Alborigato
ভারতীয় ভাষার শ্রেণিবিভাগ (Classification of Indian Languages) 1961 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে 1652টি বিভিন্ন ভাষায় মানুষ কথা বলতেন। কিছু পরবর্তিকালে 97% মানুষ 2.3টি প্রধান ভাষায় কথা বলতেন। বর্তমানে ভারতে ।৪টি প্রধান ভাষার প্রচলন দেখা যায় এবং এই ভাষাগুলির মাধ্যমে 91% মানুষ কথা বলেন। ভারতীয় ভাষাগোষ্ঠীকে প্রধান চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এগুলি হল- (a) ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার (আর্য) (Indo-European Language Family-Arya), (b) দ্রাবিড়ীয় ভাষা পরিবার (Dravidian Family), (c) অস্ট্রিক ভাষা পরিবার (Austric Family-Nixshada) এবং (d) সিনো-তিব্বতীয় ভাষা পরিবার (Smo-Tibetan Family) ▶ (a) ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার (Indo-European Family-Arya): ভারতীয় ভাষা পরিবারের অন্তর্গত সর্বাধিক গুরুত্বপূর্ণ ভাষাটি হল আর্য ভাষা। ভারতীয় জনগণের প্রায় 75% মানুষ আর্য ভাষায় কথা বলেন। আর্য ভাষাগোষ্ঠীকে প্রধান দুটি শ্রেণিতে ভাগ করা হয়- (i) ডার্ডিক আর্য ভাষা (দারডিক আর্য ভাষা), (ii) ইন্দো-আর্য ভাষা (The Indo-Aryan Language) ▶(b) ডার্ডিক আর্য ভাষা (The Dardic Aryan Language) : কয়েকটি স্থানীয় ভাষ্য নিয়ে এই ভাষা পরিবার গঠি…

একটি মন্তব্য পোস্ট করুন