বসতি সৃষ্টির কারণ (Causes of Origin of Settlements):

Alborigato
বসতি সৃষ্টির কারণ (Causes of Origin of Settlements): ঠিক কী কারণে বসতির উদ্ভব ঘটেছে তা আমাদের কাছে সুস্পষ্ট নয়। সভ্যতার আদি লগ্নে কৃষি-গাজর আগে মানুষ খাদ্য ও জলের সন্ধানে যাযাবরের মতো ঘুরে বেড়াত। মানুষ কেন এবং কীভাবে স্থায়ী পতি তৈরি করল সে প্রসঙ্গ্যে ঐতিহাসিকগণ এবং নৃতত্ত্ববিদগণ নিম্নলিখিত কারণগুলি উল্লেখ করেছেন। ধর্মীয় কারণ (Religions Factor) : আদিম যাযাবর মানুষের বসবাসের কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। মৃত্যুর পরে তাদেরকে মাটিতে কবর দেওয়া হত। যাযাবর ওইসব মানুষ তাদের পূর্বসূরিদের যতির প্রতি বাদ্ধা নিবেদনের জন্য কবরস্থানগুলিতে স্থায়ী পুরোহিত নিয়োগ করত এবং পুজা অর্চনায় সশান হয়ে উঠল এসব কবরস্থল। এভাবে এসব পরিবারের পকুম কর্ষণের জন্য জনবসতি গড়ে উঠলায় বয়ে  উংস্কৃতিক কারণ (Cultural Factor) : পরিবারের পুরুষ সদস্যরা মহিলা ও শিশুদের কোনো নিরাপদ আশ্রয়ে রেখে খাদ্যের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। পুরুষ সদস্যগণ যেসব উপালন সংগ্রগ্রহ গৃহ আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ প্রভৃতি নানা বানাত। এভাবে ধীরে ঘরবাড়ি তৈরি হতে লাগল এবং বসতি গড়ে উঠল।  রাজনৈতিক কারণ (Political Factor): সমাজের শিক্ষক, পুরোহিত, মহিলা, শিশুদের…

একটি মন্তব্য পোস্ট করুন