ভারতের জাত বা বর্ণ ব্যবস্থা(Caste system of India)

Alborigato
ভারতের জাত বা বর্ণ ব্যবস্থা(Caste system of India) ভূমিকা: জাত বা বর্ণগত শ্রেনীবিভাগ ভারতের সামাজিক পরিকাঠামোর অঙ্গ হিসেবে বৈদিক যুগ থেকেই চলে আসছে। একটি মানুষের সামাজিক অবস্থান, তার সামাজিক সম্পর্ক, আচরণ কিরূপ হবে তা অনেকাংশে নির্ণীত হয়েছে সে কোন জাতিতে জন্মগ্রহণ করেছে তার দ্বারা। তার সামাজিক আন্তঃসম্পর্ক ও সামাজিক ক্রিয়ায় জাত ব্যবস্থা তথা সে কোন জাতির ঘরে জন্মগ্রহণ করেছে তা তার সমগ্র জীবনকে প্রভাবিত করত। জাত বা বর্ণ ব্যবস্থার সূত্রপাত: জাত ব্যবস্থা শুরু হয় আর্যদের ভারতবর্ষে আগমনের পরে। তথাকথিত অনার্যগণ ভারতের প্রাচীন অধিবাসী। তারা বনে জঙ্গলে সংগ্রহ, তৃণভূমিতে পশুচারণ করে মূলত জীবিকা অর্জন করতেন। সীমিতভাবে প্রাচীন প্রথায় কৃষিকাজও করতেন। পরবর্তীকালে আর্যরা অধিক সংখ্যা আগমন করলে অরণ্য কেটে তৃণভূমি পরিষ্কার করে উর্বর জমিগুলিকে কৃষিকাজের অধিনে নিয়ে আসেন। ফলে প্রয়োজন হয় প্রচুর শ্রমশক্তির। এভাবে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে যে সমাজ ব্যবস্থায় শুধু খাদ্য ফসল উৎপাদনই নয়, তার সঙ্গে সমাজের বিভিন্ন চাহিদার জন্য শ্রম শক্তির প্রয়োজন হয়। আর্যগণ জ্ঞানী এবং যুদ্ধ বিদ্যায় পারদর্শী হওয়ায় তারা সহজেই …

একটি মন্তব্য পোস্ট করুন