বিশ্বের ভাষা পরিবারের শ্রেণিবিভাগ

Alborigato
বিশ্বের ভাষা পরিবারের শ্রেণিবিভাগ 1977 খ্রিস্টাব্দে Hammond পৃথিবীকে বিভিন্ন ভাষা পরিবারে বিভক্ত করেছেন। প্রধান ভাষা পরিবার (i) ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার- (a) জার্মানিক গোষ্ঠী, (b) রোমান গোষ্ঠী, (c) স্লোভিক ক) বাল্টিক, (০) আলবেনিয়ান, (1) গ্রীক, (g) আমেরিকান, (h) ইন্দো-ইরানিয়ান। (ii) আফ্রো-এশিয়াটিক। (iii) নাইজার-কঙ্গো। (iv) সাহারান। (v) সুদানিক। (vi) খোইসান ৪) ইউরাল-আটলান্টিক। (viii) সিনো-তিব্বতীয়। (ix) জাপানিজ এবং কোরীয়। (x) দ্রাবিড়ীয়। অস্ট্রো-এশিয়াটিক। (xii) মালয়-পলিনেশিয়। (xiii) পাপুয়া এবং অস্ট্রেলিয়। (xiv) আমেরিকা-ভারতীয়। অন্যান্য (a) বাস্কে, (b) ককেশিয়, (c) আন্দামানিয়, (d) ভিয়েতনামিয়, (৩) প্যালিও এশিয়াটিক এতিমো-এলিট (A Leut) ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার: পৃথিবীতে 20টি প্রধান ভাষা পরিবার আছে। এর মধ্যে ইন্দো-ইউরোপীয় ভাষাতে পৃথিবীর অর্ধেকের বেশি লোক কথা বলেন। আজকের দিনে ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের মধ্যে ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি লোক মনের ভাব প্রকাশ করেন। ভাষাতত্ত্ববিদগণ বলেছেন যে, Proto- Indo-European ভাষার প্রচলন পূর্ব-মধ্য ইউরোপে এবং তুরস্কে দেখা যায়। রোমান সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে সঙ্গে …

একটি মন্তব্য পোস্ট করুন