কৃষির সম্ভাবনা

Alborigato
কৃষির সম্ভাবনা
কৃষির সম্ভাবনা তবে উচ্চফলনশীল বীজের ব্যবহার অবশ্য শুরু হয়েছে।সরকার থেকে ব্যাঙ্ক ও সমবায় সংস্থাগুলির মাধ্যমে ঋণদান ও কৃষি-প্রযুক্তি সরবরাহ সুনিশ্চিত করবার প্রচেষ্টা নেওয়া হচ্ছে। অর্ধেক কৃষিজমি সেচের সুযোগ থেকে বঞ্চিত। সেচ ব্যবস্থা মুখ্যতঃ দীঘি ও পুস্করিণী থেকে হয়। নদী থেকে জল তুলে এবং খালের সাহায্যে সেচ সেবিত জমির পরিমাণ আরও বৃদ্ধি করবার চেষ্টা চলছে। বিভিন্ন বীজ-খামার থেকে কৃষকদের উচ্চফলনশীল বীজ ব্যবহার ও বন্টনের ব্যাপারে গুরুত্ব আরোপিত হয়েছে এবং এজন্য প্রয়োগ-কৌশল শিক্ষণ ও ঋনদানের ব্যবস্থা চালু হয়েছে। পশুপালন (Animal Husbandry): গো পালন প্রধান। গবাদিপশু ছাড়াও ছাগল, ভেড়া, শূকর ও মুরগী এই জেলায় প্রতিপালন করা হয়। পুরুলিয়া থানার খাত্রায় একটি সরকারী পোলট্রি খামার রয়েছে। এছাড়া অনেকগুলি ছোটো ছোটো খামারে ডিম ও মাংসের জন্য মুরগী পালন করা হয়। প্রধানতঃ দুগ্ধের প্রয়োজনে ও জমিতে লাঙল দেওয়ার জন্য গবাদিপশু পালন করা হয়। সংখ্যাধিক্যে গরুর পরেই জেলায় ছাগলের স্থান। কারণ ছাগল আর্দ্র এবং উষ্ণ, শুদ্ধ, রুক্ষ আবহাওয়া দুই-ই সহ্য করতে পারে। কৃষকদের আর্থিক সংলঙ্গতি থাকলে পশুপালন ব্যাপক প্রসার লাভ করতে পারত। সরকারী …

একটি মন্তব্য পোস্ট করুন