ভারতে জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণ:
ভারতে জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণ: ভারতের মত বিশাল দেশে ভূ-প্রকৃতি, জলবায়ু, খনিজ, বনজ সম্পদের তারতম্য ও কৃষিজ, শিল্পজ ও পরিবহন ব্যবস্থার উন্নতির পার্থক্যে জনবসতির বণ্টনও হয়েছে অসম। নিম্নে এদের আলোচনা করা হল। [ক] প্রাকৃতিক কারণঃ | ১| ভূ-প্রকৃতিঃ উত্তর ও পূর্বাঞ্চলের পার্বত্য এলাকার অনেকাংশ দুর্গম, রাস্তাঘাট ও রেলপথের প্রসার হয় নি। পশ্চিমে রাজস্থানের শুষ্ক মরু অঞ্চল, মধ্যভাগের বনাকীর্ণ মালভূমি ইত্যাদি জনবিরল। অপরপক্ষে নদীগঠিত সমভূমি, যেমন- গঙ্গা-ব্রহ্মপুত্র উপত্যকা ও ব-দ্বীপ এবং মহানদী, গোদাবরী ইত্যাদি নদীর ব-দ্বীপ এবং উপকূলের সমভূমি তেমনি জনবহুল। [২] নদ-নদীঃ ভারতের জনজীবনে এবং জনসংখ্যার বণ্টনে নদীর প্রভাব সুদূর প্রসারী। জলপথের সুবিধা, সেচের ও পানীয় জলের সুবিধায় নদী অথবা খালের ধারে কৃষি-ভিত্তিক জনবসতি গড়ে ওঠে। নদীর প্লাবনভূ মিগুলি অধিকাংশ ক্ষেত্রেই কৃষিসমৃদ্ধ এবং ঘন জনবসতি যুক্ত। গঙ্গা, মহানদী, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী নদীর প্লাবনভূমিগুলি ঘন জনবসতিপূর্ণ। [৩] মৃত্তিকা : ভারতের উর্বর পললসমৃদ্ধ সমভূমির মৃত্তিকা কৃষি-নির্ভর এক বিপুল জনবসতিকে আকৃষ্ট করেছে। উত্তর ভারতের বিশাল সমভূমি…