অর্থনৈতিক অঞ্চল
অর্থনৈতিক অঞ্চল সংজ্ঞা ও ধারণা (Definition and Concept): ■ অঞ্চল হল এমন একটি ধারণা যা বুঝতে সাহায্য করে বিভিন্ন স্থানের বৈশিষ্ট্যগত ঐক্য বা অনৈক্যকে (Unities and Diversities)। 'অর্থনৈতিক অঞ্চল' হল নির্দিষ্ট আঞ্চলিক পরিসরে উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও রূপায়ণ করা। বৈশিষ্ট্য: (i) অর্থনৈতিক অঞ্চল ভারতে পরিকল্পনা অঞ্চল হিসেবে সরকারিভাবে কৃত ও গৃহীত হয়, তাই অনেক সময় প্রশাসনিক আঞ্চলিক ব্যাপ্তি থাকে তার। তবে নদী প্রকল্প গ্রহণ মাধ্যমে নদী অববাহিকার অঞ্চলগত আন্তঃরাজ্য সীমানায় ব্যাপ্ত থাকতে পারে পরিকল্পনা অঞ্চল। (ii) অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্য আঞ্চলিক উন্নয়ন যা একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আঞ্চলিক সম্পদের উন্নয়ন ও বিকাশের মাধ্যমে সংঘটিত হবে। প্রয়োজন হবে শ্রমশক্তির দক্ষতাসহ মানব সম্পদের ব্যবহার। পরিকল্পনা অঞ্চলের ধারণা এসেছে আঞ্চলিক সম্পদ চিহ্নিতকরণ ও উন্নয়ন প্রকল্প গ্রহণ ও রূপায়িত করার জন্য। ভারতে অনেক অশ্বলই রয়েছে সম্পদ উন্নয়নের নিরিখে পিছিয়ে পড়া। ফলে জনসাধারণের আর্থ-সামাজিক জীবনযাত্রার মানও রয়ে গিয়েছে নিম্ন। কিন্তু পরিকল্পনা অঞ্চল সৃষ্টির মাধ্যমে আম্মলিক সম্পদ সম্ভাবনাকে কাজে…