welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

প্রতীপ ঘূর্ণবাত (Anti-cyclone)

প্রতীপ ঘূর্ণবাত (Anti-cyclone) :


প্রতীপ ঘূর্ণবাত বা Anti-cyclone শব্দটি সর্বপ্রথম 1861 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন (Sir Francis Galton) ঘূর্ণবাতের বিপরীত অবস্থা বোঝাতে ব্যবহার করেন। আবহবিজ্ঞানী স্ট্র্যলার-এর মতে, উচ্চচাপ বিশিষ্ট কেন্দ্রকে প্রতীপ ঘূর্ণবাত বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা অনুযায়ী-একটি উচ্চচাপ কেন্দ্রকে বেষ্টন করে বিশাল অঞ্চল জুড়ে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে বায়ুর কুণ্ডলী প্রবাহকে প্রতীপ ঘূর্ণবাত বলে ("A large scale circulation of winds around a central region of high atmospheric pressure, clockwise in the Northern hemisphere 'counter- clockwise in the Southern hemisphere is called Anti-cyclone".)।

অর্থাৎ, উচ্চচাপকে কেন্দ্র করে বহির্মুখী ও অধোমুখী ঘূর্ণিবায়ুকে প্রতীপ ঘূর্ণবাত বলা হয়। প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ হয় সর্বাধিক এবং বাইরের দিকে এই চাপ কমতে থাকে। কোরিওলিস বলের প্রভাবেই প্রতীপ ঘূর্ণবাতে বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণাবর্তে এবং দক্ষিণ গোলার্ধে বামাবর্তে প্রবাহিত হয়।




একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01