ঢাল Slope

ঢাল Slope
★ ঢাল Slope  প্রত্যেক ভূমিরূপের একটি ঢাল আছে। অন্যভাবে বলা যায় কোনো ভূমিরূপ এক বা একাধিক ঢালের সমাবেশে গঠিত হয়। আবার ভূমিরূপ তৈরি হবার পর তার বিবর্তনে ঢালের প্রকৃতি ও মাত্রা বিশেষভাবে দায়ী থাকে। তাই ঢালকে ভূমিরূপের গঠনগত ও আকৃতিগত একক বলা হয়ে থাকে। এই ঢাল 0° থেকে 90° বা তার বেশিও হতে পারে। ভূমিরূপ বিবর্তনে ভূগঠনকারী প্রক্রিয়া কাজ করে থাকে এবং তার ফলে ঢালেরও বিবর্তন বা পরিবর্তন হয়ে থাকে।  ● সংজ্ঞা (Definition)  সাধারণভাবে বলা যেতে পারে ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠতল অনুভূমিক তলের সঙ্গে যে কোণে অবস্থান করে তাকে ভূমির ঢাল (slope) বালে। অনুভূমিক তলের সঙ্গে ভূতল 90° কোণে অবস্থান করলে তাকে সম্পূর্ণ খাড়াই ঢাল বলা হয়। আবার অনুভূমিক তলের সঙ্গে ভূতল ০° কোণে অবস্থান করলে তাকে সরণ ঢাল বা সমতল ঢাল বলে। তবে অধিকাংশ ক্ষেত্রে ভূমির ঢাল এই দুই চরম সীমার মধ্যে থাকে, অর্থাৎ 09-এর চেয়ে বেশি ও 90°-এর কম। সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি সমতলভাগ 0°তে থাকে এবং অনেক সময় উপকূলবর্তী ভৃগু 90° ঢালে থাকে।  ● বৈশিষ্ট্য (Characteristics)   ঢালের দুটি নিয়ন্ত্রক থাকে– (i) উচ্চতার পার্থক্য, ও  (ii) অনুভূমিক দূরত্ব। এই দুয়ের সাপেক্ষ…

একটি মন্তব্য পোস্ট করুন