জনবসতি গড়ে ওঠার কারণসমূহ [ Reasons for settlement development ]
জনবসতি গড়ে ওঠার কারণসমূহ [ Reasons for settlement development ] সংজ্ঞা: কোনো নির্দিষ্ট স্থান বা এলাকায় পরিবেশের সঙ্গে সামাঞ্জস্য রেখে কিছু নির্দিষ্ট সুযোগসুবিধার ভিত্তিতে গড়ে ওঠা মানুষের স্থায়ী বা অস্থায়ী আবাসস্থলকে জনবসতি (Settlement) বলে। ডিকেন ও পিটস্-এর মতে, 'বসতি হল ক্ষুদ্র গ্রাম, গ্রাম, শহর ও নগরের মধ্যে গড়ে ওঠা মানুষ ও তাদের আশ্রয়স্থলের সমষ্টি' (Settlement refers to the grouping of people and houses into hamlets, villages, towns and cities)। কোনো অঞ্চলে জনবসতি গড়ে ওঠার জন্য প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক কারণসমূহ দায়ী। প্রাকৃতিক কারণসমূহ: কোনো অঞ্চলে বসতি গড়ে ওঠার জন্য ঐ অঞ্চলের ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি প্রভৃতি প্রাকৃতিক উপাদানগুলি প্রভাব বিস্তার করে। • ভূপ্রকৃতি: ভূপ্রকৃতির তারতম্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জনবসতি পরিলক্ষিত হয়। ভূমির ঢাল, উচ্চতা প্রভৃতি জনবসতি গড়ে উঠতে প্রভাব বিস্তার করে। পার্বত্য অঞ্চলে ঢালের কারণে উপযুক্ত স্থানের অভাবে বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠেছে। আবার, নদীগঠিত সমতল অঞ্চলে অধিক সুযোগসুবিধা থাকার কারণে গোষ্ঠীবদ…