প্রোজেক্ট টাইগার বা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প (Project Tiger)

প্রোজেক্ট টাইগার বা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প (Project Tiger)
প্রোজেক্ট টাইগার বা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প (Project Tiger) ভূমিকা:  ভারতে বন্যপ্রাণী বিশেষতঃ বাঘের সংখ্যা উত্তরোত্তর লোপ পেতে শুরু করেছে। চোরা শিকারীর আক্রমণই মূলত-এর জন্য দায়ী। অরণ্যের সংকোচনও বাঘের বিচরণ ক্ষেত্রের আয়তন হ্রাস করে ব্যাঘ্র জনসংখ্যায় চাপ দিয়েছে। এজন্য ১৯৭২ সালে গৃহীত হয়েছে বন্য প্রাণী সংরক্ষণ প্রকল্প যাতে রয়্যাল বেঙ্গল টাইগার রক্ষা ও সংখ্যাবৃদ্ধি করা যায়। প্রকল্পের উদ্দেশ্যঃ  প্রাকৃতিক পরিবেশে স্বস্থানে (In situ) বাঘের সংখ্যা বৃদ্ধি এই প্রকল্পের আপাত উদ্দেশ্য হলেও বাঘের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণের গুরুত্ব বেড়ে যাওয়ায় অন্যান্য বন্য প্রাণী ও উদ্ভিদও সংরক্ষিত হবে। মনে রাখতে হবে বাঘ খাদ্য শৃঙ্খলের শীর্ষে অবস্থান করে। সুতরাং বাঘ সংরক্ষণের অর্থ এই খাদ্য শৃঙ্খলের অন্যান্য শ্রেণির জীবকূলেরও সংরক্ষণ। প্রকল্পের মূল্যায়ণ:  ১৯৭৩ সালের ১লা এপ্রিল চালু হয়েছে 'প্রোজেক্ট টাইগার' বা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। এটি একটি অন্যতম সফল বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প। ভারতবর্ষ জুড়ে যে সকল জীব ভৌগোলিক অঞ্চল রয়েছে, সে সকল অঞ্চলে বাঘের বিচারণক্ষেত্র বেছে নিয়ে গঠিত হয়েছে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। প্রকল…

একটি মন্তব্য পোস্ট করুন