নাইট্রোজেন চক্র (Nitrogen Cycle)
নাইট্রোজেন চক্র (Nitrogen Cycle): নাইট্রোজেন জীবজগতের পক্ষে অপরিহার্য কারণ এটি প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড (DNA, RNA)-এর মূল উপকরণসমূহের মধ্যে পড়ে। বিভিন্ন ধরণের ব্যাক্টেরিয়ার মধ্য দিয়ে নাইট্রোজেন চক্র ক্রমান্বয়ে চালু থাকে। বায়ুমন্ডলে নাইট্রোজেনের প্রাচুর্য থাকে N2 হিসেবে। এটি খুব সুস্থিত এবং এটি রূপান্তরে প্রচুর শক্তি কাজে লাগাতে হয়। জীবমন্ডলে প্রাপ্তব্য নাইট্রোজেন হলো NO3- এবং NH3 যেগুলির সরবরাহ কিন্তু সীমিত। তবে বর্তমানে কৃষি জমিতে সারের ব্যবহারে উক্ত জীবজগতে নাইট্রোজেনের প্রাপ্ততা বেড়েছে। পরিবেশ থেকে জীবজগৎ নাইট্রোজেন গ্রহণ করে এবং জীবজগৎ থেকে তা আবার নিষ্ক্রান্ত হয়ে পরিবেশে ফিরে আসে। নাইট্রোজেনের এই আবর্তনকে নাইট্রোজেন চক্র বলে। এই চক্র কয়েকটি পর্যায়ে চলে। এগুলি হল: নাইট্রোজেন স্থিতিকরণ- আমোনিফিকেশন নাইট্রিফিকেশন অ্যাসিমিলেশন- ডিনাইট্রিফিকেশন। নাইট্রোজেনের গুরুত্ব: বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ ৭৮%। এটি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের উৎস হওয়ায় জীবজগতের পক্ষে অপরহার্য। নাইট্রোজেন চক্র পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা করে। মাটিতে নাইট্রোজেনের পরিমান মাঝে মাঝে পরীক্ষা করা দরকা…