বাস্তুতান্ত্রিক নিশ (Ecological Niche)

নিশ (Niche) বা বাস্তুতান্ত্রিক নিশ (Ecological Niche) কোনো জীবের বাস্তুতান্ত্রিক নিশ হল জীবটির "ঠিকানা ও কর্মধারা" (Address & Profession)। ঠিকানা হল এর হ্যাবিট্যাট যেখানে জীবটি বসবাস করে এবং এর কর্মধারা হল খাদ্য শৃঙ্খলে এই জীবটির অবস্থান। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার-এর ঠিকানা হল এই বনভূমির অন্তঃভাগ (Core habitat) এবং এর কর্মধারা হ'ল এর শিকার জীবন যে কর্মক্ষেত্র বিস্তৃত বনের প্রান্তভাগ পর্যন্ত যেখানে হরিণ, বাইসন বা অন্যান্য তৃণভোজী প্রাণীদের প্রাধান্য এবং এই কর্মের প্রয়োজন ভক্ষণের জন্য অর্থাৎ বাঘ-এর বেঁচে থাকার জন্য। তেমনি বক পাখীর বাসস্থল হল জলাভূমি এবং এর কর্মধারা হল মাছ শিকার ইত্যাদি। সুতরাং বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায় যে ভূমিকা পালন করে তাকেই বলে নিশ (Niche)। হ্যাবিট্যাটের সঙ্গে এর পার্থক্য হল হ্যাবিট্যাট জীব-এর বাসস্থল বা যেখানে জীব বসবাস করে সেই স্থান তথা তার পরিবেশকে বোঝায়। কিন্তু এর নিশ হল উক্ত জীব যেভাবে তার প্রাকৃতিক ও জৈব পরিবেশের সঙ্গে সম্পর্কিত তার পূর্ণাঙ্গ ভূমিকার বর্ণনা। বাস্তুতন্ত্রে নিশ-এর গুরুত্ব অত্যাধিক। তবে এই নিশ নির্ধারণ একটি কঠিন তথ্যানুসন্ধ…

একটি মন্তব্য পোস্ট করুন