মাটির উর্বরতার শ্রেণীবিভাগ [Classification of soil fertility]

মাটির উর্বরতার শ্রেণীবিভাগ [Classification of soil fertility] মাটির উর্বরতা দুই ধরনের হয়। যথা,- (ক) সহজাত বা অন্তর্নিহিত উর্বরতা-  কোন উদ্ভিদখাদ্য বাইরে থেকে প্রয়োগ না করলে স্বাভাবিকভাবে মাটির উর্বরতা বজায় থাকে, একে সহজাত উর্বরতা বলে। বিভিন্ন খাদ্যমৌয়ে মধ্যে ফসলের বৃদ্ধি ও উচ্চ ফলনের জন্য N, P ও K একান্ত দরকার। সাধারণভা আমাদের দেশের বেশির ভাগ মাটিতে এই তিনটি খাদ্যমৌলের অভাব আছে। সহজাত উর্বরতার একটি নির্দিষ্ট সীমা আছে। (খ) অর্জিত উর্বরতা- জলসেচ, কর্ষণ, বিভিন্ন ধরনের সারের প্রয়োগ প্রভৃতি বিষয়গুলি ভালভাবে সম্পন্ন হবার ফলে মাটির যে উর্বরতার সৃষ্টি হয়, তাকে বলে অর্জিত উর্বরতা সুতরাং বেশি পরিমাণে সার দিলেও ফলন খুব বেশি বাড়ে না। তাই মাটিতে গাছের খাদ্যের পরিমাণের উপর ভিত্তি করে সার দেওয়া দরকার। সহজাত উর্বরতার মত অর্জিত উর্বরতার ও একটা সীমা আছে। মাটির উর্বরতা সংরক্ষণ এবং উর্বরতার উন্নতি সাধন-মাটির উর্বরতা বজায় রাখা কৃষকের কাছে একটি অন্যতম প্রধান সমস্যা। মাটির উর্বরতা বজায় রাখতে হলে মাটি থেকে গাছের খাদ্যমৌলের অপচয় বন্ধ করতে হবে এবং গাছের খাদ্যের পরিমাণ বাড়াতে হবে। মাটির উর্বরতা বজায় রাখতে এবং বাড়াতে…

একটি মন্তব্য পোস্ট করুন