মানচিত্রকরণ ও GIS-এর ইতিহাস (The History of Mapping and GIS)
মানচিত্রকরণ ও GIS-এর ইতিহাস (The History of Mapping and GIS): Geographical Information System-কে বর্তমানে যে অবস্থায় আমরা লক্ষ্য করি যুগের আদিকালে তেমন ছিল না। যদি আদিকাল থেকে বর্তমানকাল পর্যন্ত লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো GIS কিভাবে ক্রমশ উন্নতি লাভ করেছে। 600 BC : GIS এর প্রথম উল্লেখ লক্ষ্য করা যায় মহাভারতে যেখানে পাহাড়ের বিস্তার, নদীর বিস্তৃতি, জনপদ ইত্যাদির 500 BC: যুগের আদিকালে যেমন কোনো Computer ছিল না তেমনি কোন কাগজ ছিল না। তারা কাদা বা বালির উপর ম্যাপ বা ছবি আঁকত। পূর্বে এক্সিমো বা বেদুইনদের মানচিত্র অঙ্কনের কোনো শিক্ষাই ছিল না কিন্তু তারা জন্মগত ভাবেই চামড়ার উপর বা বালির উপর তারা তাদের পরিচিত স্থানের মানচিত্র এঁকে ফেলত। 12 B.C. : দার্শনিক প্লেটো বলেন যে পৃথিবী সমতল নয় পৃথিবী গোলাকার। 4 B.C. : মেগাস্থিনিসের বিখ্যাত গ্রন্থ 'INDIKA' অনুসারে গ্রীকদের দ্বারা প্রথম ভারতের মানচিত্র তৈরী হয় যেখানে ভারতের সীমানা নির্দেশ হয়। 127-148 AD: টলেমী 100 মানচিত্র সহযোগে World Atlas তৈরী করেন। 1351 সাল : The Medi Sea Atlas 'World Map' প্রকাশ করে। 1375 সাল : Catalan Cartographer-দের দ্…