গবেষণা পদ্ধতির প্রকারভেদ (Types of Research Method)
গবেষণা পদ্ধতির প্রকারভেদ (Types of Research Method)
গবেষণা পদ্ধতির প্রকারভেদ (Types of Research Method) গবেষণা পদ্ধতির প্রকারভেদ নানাভাবে করা যায়। গবেষণা পদ্ধতির প্রকারভেদ নিম্নরূপ - ১. বিশুদ্ধ গবেষণা পদ্ধতি ২. বর্ণনামূলক গবেষণা পদ্ধতি ৩. অভিজ্ঞানমূলক গবেষণা পদ্ধতি ৪. প্রায়গিক গবেষণা পদ্ধতি ৫. কর্মপন্থা মূলক গবেষনা-পদ্ধতি ৬. কর্মরূপায়ণ সংক্রান্ত গবেষণা পদ্ধতি । এছাড়া, আরেকভাবে গবেষণা পদ্ধতির শ্রেণীবিভাগ করা যায়। এটি হলো ১. মাত্রিকতা নির্ভর গবেষণা (Quantitative research) ২. গুননির্ভর গবেষণা (Qualitative research)। ১. বিশুদ্ধ বা মৌলিক গবেষণা (Pure or fundamental or basic research) : বিশুদ্ধ গবেষণা বস্তুত মৌলিক বা তাত্ত্বিক গবেষণার পর্যায়ে পড়ে। এর উদ্দেশ্য বিজ্ঞানসম্মত জ্ঞান-এর উন্মেষ ও প্রসার এবং নতুন নতুন আবিষ্কার বা উদ্ভাবন। বিজ্ঞানীগণ সর্বদাই এই সকল নিয়ে চিন্তা ভাবনা করে চলেন এবং বিশেষভাবে অধ্যয়ন করেন, যার ফলশ্রুতিতে নতুন নতুন ধারণা বা চিন্তার বহিঃপ্রকাশ ঘটে, যা বিজ্ঞানসম্মত জ্ঞানের পরিধির বিস্তার ঘটায়। মানুষ জ্ঞানের অনুসন্ধিৎসা থেকেই গবেষণায় উদ্যোগী হন। ভূমিরূপের বিবর্তন বিষয়ে জ্ঞানের আগ্রহ থেকেই ডেভিস (Davis), পেঙ্ক (Penck…